পাতা:ভদ্রার্জুন.djvu/৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

A२ ভদ্রাজুন, অর্থাৎ ৩ অঙ্ক ] [ ও সংযোগস্থল, অয়স্কান্ত মণি সম পার্থের নয়ন । ভূয়স সমান তায় হয় মম মন ॥. আকর্ষণ করিয়াছে তাহে কি সন্দেহ । ইহার অন্তথা করিবারে নারে কেহ । এ মন ফিরায়ে সখি গৃহে যাওয়া ভার। বল বল কি হইবে দশ গো আমার। সত্য । শপথ করিয়া ভদ্রা বলিলাম তোরে । অসত্যবাদিনী তুমি পাইলে কি মোরে। সুভ। কিছু নাহি ছিল সখি আমার ভরসা। আশ্বাস হুইল তব বাক্যেতে সহসা ॥ ভূমি রাখ তবে থাকি নতুবা মরিব । পার্থে না পাইলে বল বেঁচে কি কবি । (সত্যভামার চরণ ধরিয়া কহিতেছেন । ) বড়ই কাতরে ধরি চরণ তোমার। কৃপা করি কর যাহে হয় প্রতিকার। এ জন্মের মত বান্ধ হইয়া রহিব । এ ঋণে উত্তীর্ণ নাহি হইতে পারিব। সন্ত। উঠ উঠ ভদ্রে আর না করিও খেদ । তোমার মনের তাপ করির উচ্ছেদ ॥