বিষয়বস্তুতে চলুন

পাতা:ভবিষ্যতের বাঙালী.djvu/৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

brሳ ভবিষ্যতের বাঙালী কিন্তু বাংলা সাহিত্যে দেখতে পাই না বললেও অত্যুক্তি হ’বে না। এ বড় গৌরবের বিষয় নয়। কেন না, জীবস্তু জাতির লক্ষ্য সাধারণতুঃ এবং মুখ্যতঃ ভবিষ্যতের দিকে। ভবিষ্যমুখী জাতিই বড় হয়। অতীতমুখী জাতি পতনের দিকেই যায়। যারা বৰ্ত্তমান নিয়েই সন্তুষ্ট, তাদের ভবিষ্যৎ নেই বললেও অত্যুক্তি হ’বে না। একমাত্র ভবিষ্যমুখী জাতিই প্রাণচঞ্চল হয়। ইউরোপের ভাবুকদের মন সর্বদা ভবিষ্যতের দিকে । ওয়েলস (H. G. Vells) ভবিষ্যতের স্বপ্ন দেখছেন, *” (Bernard Shaw) \sf&9ve 3 *zi ç73İÇzr, ziraç:1 (Aldous Huxley) ভবিষ্যতের স্বপ্ন দেখছেন। একদিক থেকে না একদিক থেকে , ইউরোপের প্রত্যেক মহামনস্বীই ভবিষ্যতের স্বপ্ন দেখেছেন। নীটসে (Nietzsche) অতিমানবের স্বপ্ন দেখেছিলেন। উনবিংশ শতাব্দীর শেষাৰ্দ্ধের ইউরোপীয় সাহিত্য তার প্রভাবেই গড়ে উঠেছে। ঈবাসন, ষ্ট্ৰীন'ড বাৰ্গ, শ’’ প্ৰভৃতি যুগের শ্রেষ্ঠ সাহিত্যিকদের মধ্যেও নীটুসের বিশেষ প্রভাব দেখতে পাওয়া যায়। ইউরোপের রাষ্ট্ৰীয় জীবনে তঁর প্রভাবের কথা ভাবলে অবাক হ’তে হয় । জাৰ্ম্মণীর বাৰ্ত্তমান রাষ্ট্ৰীয় জীবন এবং রাষ্ট্ৰীয় সাধনা মুখ্যতঃ নীটুসের চিন্তার দ্বারা অনুপ্রাণিত হয়েছে। ইটালীর রাষ্ট্রগুরু মুসোলিনি তঁাকে নিজের গুরুরূপে স্বীকার করেছেন । কার্ল মাক্সের চিন্তার কথা ভাবলেও দেখা যায়, তার চিন্তা, কল্পনা

  • rwmur**awr wre-row... --........ --or-worse-rail-hwyr, - -- --ബ** * er

এবং গবেষণাকে অবলম্বন ক’রে রুষরাষ্ট্র গড়ে উঠেছে, সাম্যবাদ (Communism) গড়ে छे,छे..छ्, সমাজতন্ত্রবাদ গড়ে উঠেছে।

  • মোদা কথা, ইউরোপের মন স্বভাবতঃ ভবিষ্যমুখী, আর আমাদের মন স্বভাবতঃ অতীতমুখী। এখন আমাদের মনকেও_ভবিষ্যমুখী

করতে হবে। যে জাতির ভবিষ্যৎ नाई, ऊांत्र अऊँौल्डन भूला कि আর বৰ্ত্তমানেরই বা মূল্য কি ?