পাতা:ভানুমতী চিত্তবিলাস.djvu/১১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চিত্ত, নাটক । - 3) পাছে কেহ দেখে চক্ষে ভাবিছে খঞ্জন। কমলে খঞ্জন নাই সেই সে কারণ৷ প্রিয়মুখ পয়ে আঁখি যুগল খঞ্জন। বারেক নয়নে সখি কর নিরীক্ষণ। দরিদ্রের মনে আশা পূৰ্বাইবে বিধি। নাহি জানি আজি আমি পাব কোন নিধি। হের ধর লহ নাথ নিজ হাতে করি। করই ধারণ এই অঙ্গুরী সুন্দরী। হীরক অঙ্গুরী এই দেখহ সুন্দর। প্রিয়ার স্মরণ জন্য ধর চিন্তু ধর ॥ দেহেতে থাকিতে প্রাণ নাহি দিবে কারু। সদাই ধরবে করে অঙ্গুরী সুচারু। এই চিত্ন যবে না হেরিব তব করে । ভানু হার হবে চিত্ত ভামু চিত্ত বরে। , অভিমানে ভানুমতী ত্যজিবে জীবন। আর মা হইবে দোহে কখন মিলন । দেহ প্রিয় হতে করি প্রাণ হাতে করি। হাতে দেহ প্রাণ প্রিয় প্রাণ হাতে ধরি। করিব ধারণ এই প্রাণের অঙ্গুরী। প্রাণ দিব নাহি দিব যদি মহে চুরি । করিলাম এই দিব্য তোমার মন্দিরে। সাক্ষী হও সখি এই কহিস্থ স্বস্থিরে । হীরকে লিখিল শ্লোক হীরার মাঝারে । কাটিল আমার প্রাণ বাক্য হীরা ধারে । প্রিয়ার অঙ্গুরী কহে সদা মোরে ধর। অন্তরে বাসহ ভাল না কর অন্তর li , অঙ্গরীর অঙ্গ যেন ভামুর কিরণ। ভাই অঙ্গকণা বুঝি করে বিকিরণ। r fiज दिलांग प्लांब कनTांद्र अचुईी थांङ्ग५ कtद्रन ।