পাতা:ভানুমতী চিত্তবিলাস.djvu/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নাটক । २१ দয়া ধৰ্ম্ম লেশ নাহি তার কলেবরে । দশ মুদ্র ঋণ দিয়া দশ গুণ লয়। তথাচ তাহার ঋণে মুক্ত কেবা হয় । নাশিল সংসার এই পাপ অবতীর। সুবৰ্ণ গুঙ্গুর।ট দেশ কৈল ছার খার } উদরে না দেয় অন্ন অঙ্গেতে বসন। কথা কয় স্বেযময় করয়ে চৰ্বীণ ! রূপসী যুবতী কন্যা গৃহেতে রাখিল। অর্থ ব্যয় ভয়ে তারে কীরু নাহি দিল । দুলাল সহিত যুক্তি করিয়া এখন। শশী মূখী কন্য। তাঁর করিব হরণ } বুঝিয় দিয়াছে নাম সাবিত্রী রূপসী। কিরণে তিমির রাশি নাশ করে শশী । কঠিন কটাক্ষ ধীর কন্দপের ফাঁস । বিহঙ্গ পুরুষ মন করিবারে নাশ ॥ ট:চর ঢকরে সকিয়ছে পৃষ্ঠ দেশ। অপূৰ্ণ বিনানি বেণী বিশেষে সুবেশ। সম্মুখেতে কেশ গুচ্ছ পড়িয়াছে আসি। ঘেরিতেছে শশি যেন নীরদের রাশি ! হৃদয়ে ফুটিছে কুচ কমলের কলি । সুগন্ধেতে ঝাকেই ভ্ৰমিতেছে অলি ৷ জিনিয়া সুবর্ণ বর্ণ অঙ্গের বরণ। অনঙ্গের রতি জিনি অতি সুচিকণ । অনঙ্গ মোহিনী কেন দুজনের তরে। সাধিয়া হইব সিদ্ধ বিধাতার বরে । { চন্দ্রলেনের প্রস্থান