পাতা:ভানুমতী চিত্তবিলাস.djvu/৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভানুমতী চিন্তবিলাস চতুর্থ অঙ্গ। রঙ্গভূমি গুজরাট নগর রাজপথ । জয়দেব ও সহদেবের প্রবেশ। शैमा। মহাদন, আর শুনিলাম যে চারু দত্তের বহু মূল্যবাণিজ্য দ্রব্য বাহিনী অার এক ডিঙ্গা দক্ষিণ পাটনে জল শায়িনী হইয়াছে ঐ স্থানে পূৰ্বে যে সমস্ত তরী জল মগ্ন হইয়াছিল অদৃশ্যমান তাহারদের ভগ্নাঙ্গের আঘা তে ঐ পোত ভগ্ন ও জলমগ্ন হইয়াছে ইহাতে চারু দন্ত ভগ্নমন হইবেন আমার মনে এমত ভয় হইতেছে। জয়. আমার বোধ হয় যে এই জনশ্রুতি গণিকার দয়া তুল্য ক্ষণিক মাত্র এবং বিপক্ষ পক্ষের মিথ্যা রটন রূপমূলে ইহার জন্ম হইয়া থাকিবেক। সহ, ক্ষান্ত হও ঐ দেখ লক্ষপতি আসিতেছে ইহাকে দেখিলে বোধ হয় যেন কোন অপদেবত লক্ষের মূৰ্ত্তিধারণ করিয়া আসিতেছেন। লক্ষপতির প্রবেশ। জয় কও লক্ষপতি, তোমার কন্যার সমীচীর কি ? লক্ষগতি আপনার বিপক্ষ পক্ষ, অতএব আমার কন্যার পলা(ক্ষীণস্বয়ে)য়নের কথা আপনার বিলক্ষণ জানেন। সহ, আমি এই মাত্র শুনিয়াছি যে তোমার শাবকের পথ উঠিয়াছিল অতএব উড়ন্তীয়মান কোন পক্ষির পক্ষাবলম্বন পূর্বকতোমার পক্ষী বাস হইতে উড়ি 邯更1