পাতা:ভানুমতী চিত্তবিলাস.djvu/৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b-8 লক্ষ, গণ, लक्र, उानूमडी खिदिज्ञान অপূৰ্ব হীরক অঙ্গুরী দেখাইয়া কহিল যে তোমার কন্যাকে একটি মৰ্কট বানর দিয়া তাহার বিনিময়ে ঐ অঙ্গুীটি লইয়াছে। যাও দূর কর গণপতি,তুমি মড়ার উপর খাড়ার ঘ দিতেছ। ঐ হীরকাঙ্গুরী আমি নেপালের ভূপলের নিকট পাইয়াছিলাম। কত কালের ধন নষ্ট হইল। আমি ঐরামের কটক ও সুগ্ৰীবের সমস্ত রাজ্য পাইলেও এমত অঙ্গুরী ত্যাগ করি না। সে যাহা হউক, ফল চারু দত্তের এ যাত্র আর নিস্তার নাই। এ কথাবিলক্ষণ কহিয়াছ গণপতি রায় তুমিধন্যএক্ষণে যাও, বিচারাগারে নিযুক্ত এক জন বিচক্ষণ প্রতিনিধি নিয়োগ ও তাহার বেতন ধাৰ্য্য কর যে সময় শিরে চারু দত্তের ঋণ পরিশোধ ন হইলে তাহার বক্ষঃ স্থলের অৰ্দ্ধ সের মাস কাটিয়া লইবার আদাশ উপস্থিত করিতে পারে। আর গুজরাট নগরের মধ্যে তাহার যে কিছু বাণিজ্য দ্রব্য পাওয়া যাইবেক আমি তাহ আটক করিব। তুমি এক্ষণে বিদায় হও আমাকে সমাজ ঘরে দেখিতে *ोझेर! । লক্ষপতি ও গণপতির প্রস্থান।