বিষয়বস্তুতে চলুন

পাতা:ভানুসিংহ ঠাকুরের পদাবলী.djvu/৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৫২
ভানুসিংহের পদাবলী।

বাত রাখ মঝু[] নিতান্ত সহিলো
 মথুরা পুর জনি[] যাহ,
দূর সঙে তু পেখিও শ্যামক[]
 কৈছন আছয় নাহ।[]
জনি সখি দেখ সো, মনকে হরখে
 করত মুখে পুর-বাস,
শপতি হমার লো, তব্‌ সখি ন যাও
 মথুরা পতিকো পাশ।
জনি দেখো তুঁহুঁ সোবি সহত সখি
 দাৰুণ বিরহক জ্বালা,
তব্‌ সখি সঁপিও শ্যামক চরণে
 ইহ বন-কুসুমক মালা!
কহিও, রাধা, দুখিনী রাধা—
 মথুরা-অধিপতি কান,

  1. মঝু—আমার।
  2. জনি—যদি।
  3. পেখিও শ্যামকে—দূর হইতে তুমি শ্যামকে দেখিও।
  4. আছয় নাই—নাথ কেমন আছেন।