পাতা:ভারতবর্ষের ইতিহাস (নীলমণি বসাক) দ্বিতীয় ভাগ.djvu/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

शङ्कयून १fखनदौ । > * ভূতীয় যাত্র ।--দাওদ ধ নামে রাজধৰ্ম্মদ্বেষী পাঠানজাতীয় এক ব্যক্তি মুলতান প্রদেশের অধিপতি বাজীরাওয়ের সহায়তা করিয়াছিলেন, অথচ ভঁাহার পিতা সবক্তগীর অধীনতা স্বীকার পুৰ্ব্বক শপথ করিয|ঢ়িলেন তিনি উtহার অধীনে থাকিবেন । এই অপ.রাধের দণ্ডের জন্য মহমুদ পর বৎসর সমরসজ্জা করিয়া পুনৰ্ব্বার হিন্দুস্থানে যাত্রা করিলেন । ইতিমধ্যে রাজা অনঙ্গপাল পেশওয়ারের প্রাস্তরে যাইয় তাহার পথ অবরোধ করিলেন। ইহাতে ঘোরতর যুদ্ধ হইল । অবশেষে রঞ্জ অনঙ্গপাল পরাস্ত হইয়। কাশ্মীর পঞ্চাতে গলায়ন করিলেন । মহমুদ মুলত:নে যাইয়া সাত নিম, ধর্ম্যস্ত ঐ স্থান বুেষ্টন করিয়া থাকিলেন । দ:ওদ খাঁ অপাৰ্য্যমাণে র্তাহাকে ২০০০০ টাক। কল্প দিতে স্বীক}ব করলেন, এবং স্বয়ং রাজধৰ্ম্ম গ্রহণ করিক্তে i ইহার পর স্তাভার দেশের রাজা ইলিক খ থোরীসান লইবার মানসে ওঁথায় উপস্থিত হইলেন । তাহতে মহমুদ খোরাসানে যাইয়া ইলিক খাকে পরাস্ত করিলেন, এবং ভঁtহার পশ্চাৎ ধাৰমান হইতে উদ্যত ছিলেন । কিন্তু অত্যন্ত শীত প্রযুক্ত তাহা না য়। স্বদেশে প্রত্যাগমন করিলেন । মহমুদ খোরানে গমন কালীন মুসলমান-ধৰ্ম্মাবলম্বী মুখপাল