পাতা:ভারতবর্ষের ইতিহাস (নীলমণি বসাক) প্রথম ভাগ.djvu/১১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ది \ ভারতবর্ষের ইতিহাস । বিজয় রী জী ভারতবর্ষ হইতে র্তাহার স্ক্রীড় সুমি- n ত্রকে আহ্বান করেন, তাহাতে সুমিত্রের পুত্র পাণ্ড, বাসুদেব লঙ্কাতে উপস্থিত হইলে, বিজয় রাজার মৃত্যু এয়ুক্ত, তত্রস্থ রাজমন্ত্র? তাহাঙ্কে রাজ্যাভিষিক্ত করিলেন । মহাভারতে অৰ্জ্জুন ও নকুলেঃ দিগ্বজয়ার্থ সাগরান্তর্গত বহুতর দ্বীপ ও ভারতবর্ষবহিভূত অন্যান্য বিবিধ দেশে যাত্র, এবং রঘুবংশে রঘুরাজার পারসীক অাদি পশ্চিম রাজ্য ক্রম করিবার বর্ণন আছে । এই সকল স্থানে গমনাগমনের বিধি না থাকিলে সে সকল কথা কাব্যগ্রস্তে উল্লিখিত হইভ না । আর কবিকঙ্কনের গ্রন্থে দেখা যায় বঙ্গদেশীয় পলপতি সদাগর ও শ্ৰীমন্ত সদাগর সিংহলে যাত্র করিয়ছিলেন । ইহা ভিন্ন স্ত্রীলোকদিগের অমাবস্য ব্রত্যুের কথায় চাঁদ সদাগরের বাণিজ্য গণনের প্রসঙ্গ আছে । যখন এই সমস্ত উপকথার মধ্যেও ইক্ষুদ্রগের সাগর যাত্রার উল্লেখ আছে, তখন সে কথা কোন প্রকারে মিথ্য বোধ হইতে পারে ন! } ভারতসমুদ্র-স্থিত জীব দ্বীপে ইদানীংfমুসলমানধৰ্ম্ম প্রবল হইয়াছে, কিন্তু পূৰ্ব্বে ঐ স্থানে হিন্দুধৰ্ম্ম । প্রচলিত ছিল, তাহার অখণ্ড চিহ্ন অদ্যাপি স্পষ্ট রহিয়াছে। তথাকার প্রাচীন লোকের হিন্থ ছিলেন,