পাতা:ভারতবর্ষের ইতিহাস (নীলমণি বসাক) প্রথম ভাগ.djvu/১৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কুস্তিন । । ' ఫి సె সর্ণনা সকল কিব। মনোহর, যখনই পাঠ করা যায় ভখনই স্বতন বোধ হয় । রাজা যুধিষ্ঠিরের সময়ে ইন্দ্রপ্রস্তের কি শোভা ও "সম্পত্তি ছিল তাহ বর্ণন করা অসাধ্য । তাহ অম্বুতব করিতে হইলে মন একেবারে আশ্চর্যো পরিপূরিত হয় । ইন্দ্র প্রস্থ ইন্দ্রের পুরীর ন্যায় ছিল, এবং ইহার }. স্থান পৃথিবীতে আর ছিল না। ঐ নগর পরে দিল্লী নামে খ্যাত হইয়াছিল। অনেক দিবস হইল তাহাও নষ্ট হইয়া গিয়াছে । কিন্তু দিল্লী নগরের মধ্যে, এবং তtহার পশ্চিমে ৪৫ ক্রোশ পর্য্যন্ত, যে সকল প্রস্তরময়-অট্টালিকার খণ্ডাবশেষ পড়িয়া অাছে তাহা দেখিলে পর ইন্দ্রপ্রন্থের ঐশ্বৰ্য্য বিষয়ে কিছুমাত্র সন্দেহ থাকে না। ঐ সকল অট্টালিব নব্য"বইতে কি মুশোভিত ও চমৎকার ছিল তাহ অনু ভব করা অসাধ্য। এই সকল ভগ্ন অট্টালিকা অব- ' লোকন এরিয়া পাদরি হিৰয় সাহেব লিখিয়াছেন নগরও ধ্বংস হইলে ইহার তুল্য হইৰে মা। كانت বিষ্ট শাস্ত্রমতে রাজা যুধিষ্ঠির কলিযুগের আরkछढे शृणब्रड করেন । স্তরিতবর্ষের পুরাবৃত্ত লেখক এলফিনষ্টন সাহেৰ লিখিয়াছেন খৃষ্টের জন্মের ১৪৫ বৎসর পূৰ্ব্বে, অর্থাৎ কলি অঙ্গের ১৭৫-১৮৫ বৎসরের মধ্যে যুধিষ্ঠির,