পাতা:ভারতবর্ষের ইতিহাস (নীলমণি বসাক) প্রথম ভাগ.djvu/১৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬২ ভারতবর্ষের ইতিহাস । বৌদ্ধ বিনাশ করিয়াছিলেন, তাহাতে বৌদ্ধ ধৰ্ম্ম বিলুপ্ত প্রায় এবং ব্রহ্মধৰ্ম্ম পুনঃ প্রবল হয় । সেই অবধি ব্রাহ্মণদিগের পুনরাধিপত্য হইয়াছে । চন্দ্রগুপ্তের উত্তরাধিকারীগণ খৃষ্টের জন্মের বিংশতি বৎসর পুর্ব্ব পর্য্যন্ত রাজত্ব করেন । ইহার পর অtয় তিন শূদ্রগোষ্ঠী রাজ হইয়াছিলেন । ইহাদের মধ্যে অন্ধু গোষ্ঠীয়ের প্রধান, এবং তাহারা বহুকাল রাজত্ব করেন । অীয়-দুই গোষ্ঠীর কোন বিবরণ প:প্রয় যায় না। কথিত আছে প্রথমে-ফণ-নামধারী চরিজন রাজী হইয়াচিলেন । ইহাদের শেষ xজ স্বীয় মন্ত্রী কর্তৃক হত হইলে, ঐ মন্ত্রী, ১৫১ খৃষ্টতে, মগধের সিংহাসন আরোহণ করেন । তাহার ৪৪ বৎসর পরে শূদ্রক নামে এক রাজা হন, তিনি কর্ণদেব নামে খ্যা স্ত, র্তাহ হইতেই ইন্দ্রীযতিঞ্চ সংশ উৎপন্ন হয় । ঐ কর্ণ তীবৎ ভারতবর্ষের সম্রাট বলিয়াত ছিলেন, এবং বারাণসে যে এক ভূমির তাম্রময় দানপত্র বাহির হইয়াছে তাহাতে র্তাহাকে তিন বুলি ঙ্গের অধিপতি বলিয়া লিখিয়াছে। ইহাতে ফুে হয় তৈলঙ্গ আরাকান প্রভূতি সমুদ্রতট পর্যন্ত উস্তু, অধিকার ছিল । কৰ্ণ অষ্টাদশ বৎসর রাজ্য করিলে পর তাহার এক সহোদর রাজা হন । তৎপরে অীর পাঁচ ছয় জন রাজা হুইয়াছিলেন । ই হারা সকলেই