পাতা:ভারতবর্ষের ইতিহাস (নীলমণি বসাক) প্রথম ভাগ.djvu/১৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ンや装” ভারতবর্ষের ইতিহাস । বল্লভী নামে অীর এক রাজধানী ছিল । রজপুতু জাতীয়ের বলিয়া থাকে অযোধ্যার স্থৰ্য্যবংশীয় রাজপরিবারস্থ কনকসেন ঐ রাজধানী স্থাপন করেন । এই পরিবারস্থ রাজীরা খুষ্টাব্দের ১৪৪ অবধি ৫২৪ ৎসর রাজত্ব করিলে, পারস দেশীয় লোকের ঐ রাজ্য নষ্ট করে। রাজা নৌসেরওয়ান ঐ সময় সিন্ধু দেশে আসিয়াছিলেন। বল্লভ নগর সিন্ধু হইতে s অধিক দুর নহে, ইহাতে বোধ হয় তিনিই ঐ রাজ্য নষ্ট করিয়া থাকিবেন । যাহাহউক বল্লভী রাজাদিগের পর চেরা নামধারী অ’র এক রজপুত বংশীয় লোকের ৭৪৬ খৃষ্টাব্দে, { কলি ৩৮৪৮ ) অনলপুরে অার এক রাজধানী স্থাপন করেন। ঐ অনলপুর এক্ষণে পত্তন নামে খ্যাত । ইহা পুৰ্ব্বে তাঃ তবর্ষে অতি বিখ্যাত ছিল । চৌরাবংশীয় শেষ রাজা ৯৩১ খৃষ্টাব্দে পরলোক গমন করিলে, তাহার সস্তানতাব প্রযুক্ত চালক বা শলাস্ক বংশীয় ته উাহার জামাতা রাজা হন । তদ্বংশীয় এক ৰাজমালৰ দেশ জয় করিয়াছিলেন । এই খৃষ্টাব্দ, কলি ৪৩৩০ বৎসর, পৰ্য্যন্ত রাজস্ব করেনY, পরে মহম্মদ গজনী ঐ দেশ জয় করিলে আর একপরিবারস্থ রাজার ডাহাদিগকে রাজ্যজুষ্ট করিয়া আপনারা রাজত্ব করেন । তৎপরে, ১২৯৭ খৃষ্টাব্দে