পাতা:ভারতবর্ষের ইতিহাস (নীলমণি বসাক) প্রথম ভাগ.djvu/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজ শাসন । まQ ইহুদিগের প্রধান অস্ত্র ধনু, তরবারি ও ঢাল । ইহ; ড়ির মাতঙ্গ ও রখের ব্যবহার ছিল । এবং উত্তর হিন্দুস্থানের লোক যুদ্ধকৰ্ম্মে নিযুক্ত হইত। ইহাও বিধি ছিল, যে, রাজার স্বয়ং যুদ্ধ করিয়া সৈন্যদিগের উৎসাহ বৰ্দ্ধন করিবেন । যুদ্ধের ধারা এইপ্রকার ছিল, ইঞ্জিয় জ্ঞ চক্র বা অগ্নিবাণ ব্যবহার করিবেন না * । অন্ত্রহীন ও আহত ব্যক্তিকে আঘাত করিবেন না । যাহদের অস্ত্ৰ ভগ্ন হইয়াছে, বা যাহার অক্ষম হইয় ফ্রাণ প্রার্থনা করিতেছে, কিম্বা এমন কথা বলিতেছে যে క్డౌ তাহাদিগকে আক্রমণ কfরবেন না । ক্তি অশ্বপুষ্ঠে বা রথারোহণে থাকিয়া, ভূমিতে দণ্ডায়মান ব্যক্তিকে নষ্ট করিবেন না । এবং যে ব্যক্তি শ্রাস্ত হইয়৷ খসিয়াছে, বা নিদ্রা যাইতেছে, বা পলায়ন করিতেছে, কিম্ব অন্য কাহার সঙ্গে যুদ্ধ ছে, তাহীকে বধ করিবেন না । এ সকল নিয়ম অতি উত্তম ছিল তাহার সন্দেহ কি । যুদ্ধে জয় হইলে পরে যেরূপ ব্যবহার হইত তাহাও অতি ভদ্র । যুদ্ধের পর ঘোষণা দেওয়া যাইত, প্রজাগণ নিঃশঙ্ক হইয় আপন আপন গৃহে বাস করে, কেহ তাহাদিগের ধৰ্ম্ম কৰ্ম্মে হস্তক্ষেপ না করে । প্রজাগণ আপন আপন গুহে আসিয়া মুস্থির হইলে তাহাদিগের অগ্নিবাণ পরে ব্যবহার হইয়াছিল । ws)