পাতা:ভারতবর্ষের ইতিহাস (নীলমণি বসাক) প্রথম ভাগ.djvu/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*b- ভারতবর্ষের ইতিহাস । কড়ি । এবং বর্ণভেদে দণ্ডের মুন্নাতিরেক ছিল; অর্থাৎ স্ত্রীলোক উচ্চ এবং পুরুব নীচ বর্ণের হইলে, পুরুষের অধিক দগু হইত। এই সকল দণ্ডের ঐক্যহীনতা ও মুন্নাতিরেক হওনের দুই কারণ উপলব্ধ হইতেছে। এক এই যে, এই সকল ব্যবস্থা ভিন্ন ভিন্ন কালে প্রচলিত ছিল. তাহ! গ্রন্থ লিখন কালে একত্র করিয়া লেখা হইগেছে । দ্বিতীয় কারণ এই ষে, ব্যবস্থাপক ব্রাহ্মণের। আপনাদের মৰ্য্যাদা বৃদ্ধি জন্য ঐরূপ করিয়া থাকিবেন । কিন্তু ইহাও দেখা যায় কোন কোন বিষয়ে ব্রাহ্মণ ও ক্ষক্রিসেঞ্জ প্রতি গুরুদণ্ডের বিধান ছিল । ব্রাহ্মশেল অপহরণ করিলে অন্য লোক অপেক্ষ তাহার অষ্টগুণ অধিক, এবং রাজা অপহরণ করিলে তাহার সহস্ৰগুণ দণ্ডের বিধি ছিল । ‘. অন্য লোকে এই দোষে দোষী হইলে তাহার অঞ্চত দণ্ড হইত। অধিক মুল্যের দ্রব্য অপহরণ করিলে হস্তচ্ছেদন, এবং অপহৃত দ্রব্যগুদ্ধ ধরা পড়িলে প্রাণদণ্ড বিধি ছিল । অপহৃত দ্রব্য গ্রহীতার দণ্ডও সেইরূপ হইত। হত্যা করিলে প্রাণদণ্ড ৰিপ্তি ছিল, স্থলবিশেষে তাহার লঘু দণ্ডও হইত। কিন্তু বর্ণভেদে ইহার দণ্ডের স্থানাতিরেক হইত । - मठूाडूङिग्न न७ °tनद्रश्नम । मयूr११ श्रांचाँडांछि