পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/১০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S8 o পরাজিতেরা এখনও সন্মুখ সমরে তৎপর। এই যুদ্ধ ব্যাপাবের ছবিগুলি দেখলে মনে বাস্তবিক অালো আঁধারের মত আনন্দ ও আতঙ্কের উদ্রেক হয়! সিংহল বিজয়ের ছবিগুলিতে আমরা প্রাচীন অর্ণবপোতের ছবি দেখতে পাই । এক যায়গায় একটা মিছিলের চিত্রে কতকগুলি লোক আনন্দে চীৎকার করচে, কতকগুলি লোক হাতীর পিঠ থেকে ভেপু বাজাচে। তাদের ভাব-ভঙ্গি একমনে কিছুক্ষণ দেখলে ঢাকার জন্মাষ্টমী মিছিলের কিম্বা কলকাতার বড়লোকের বিবাহের সমারোহের বাহকোলাহলময় শব্দ, কানে যেন খুব স্পষ্ট ভাবে এসে লাগে। ছবিতে এরকম ভাব দেখান কম ক্ষমতার কাজ নয় । মৃগয়ার ছবিগুলিও বেশ চিত্তরঞ্জক ! সেগুলি আজ কালকার মত "ফাসকল’ পেতে শাকার করার ছবি নয়। তাতে অনেক ৰিষয় বোঝবার ও দেখবার অাছে। হরিণদের স্বাভাবিক ভয়বিহবল চপলভাব আর শিকারীদের মৃগয়াকৌশল তাতে মুস্পষ্ট। নর-নারীর বিলাসচিত্র ও দাম্পত্য প্রেমের ছবিও যথেষ্ট পাওয়া যায়। তার মধ্যে ১৭ নং গুহায়, প্রবেশ দ্বারের উপর কতকগুলি দম্পতির ছবি উল্লেখযোগ্য। আর এক জায়গায় কোন কামিনী বসন্ত আগমনে হৃষ্টচিত্তে বালস্তি রঙের কাপড় প’রে দোলনীয় ফুলছে ; তার আননে ও গঠনে যৌবনের ধীর ও প্রফুল্ল ভাব সুন্দর ফুটেছে ! জু নম্বর গুহায় একস্থানে দুয়ারের দুধারে ছুটি প্রকাও প্রকাও একতলার সমান বড় বুদ্ধমূৰ্ত্তি আছে ; লে ঘটর মধ্যে একটি এখন অস্পষ্ট ছায়াকার হয়ে পড়েছে আর একটল্প उॉब्रडौ । অগ্রহায়ণ, ১৩১৭ কেবল শ্বেত শতদলের উপর চরণ কমল দুটা অবশিষ্ট ! চরণ দুট এত সুন্দর ও ভাবপূর্ণ যে, তার তলায় পড়ে থাকৃতে ইচ্ছে হয় ! আবার ঐ গুস্থাতেই গগনচারিণী দেবকীন্তাদের কতকগুলি পা দেখেছি অতি আশ্চৰ্য্য ভাবে অঁাক ! সেগুলো দেখলেই তারা যে শূন্তে মেঘের কোলে, ভাসচে সে বিষয় কোন সন্দেহই থাকে না ! ১৯ নম্বর গুহার এক জায়গায় * একটা পুষ্পিত পলাশ গাছের গুড়ির উপর সারবন্দী পি পড়ের দল উঠছে । শিল্পীরা একটা সামান্ত পি পড়ে থেকে হাতী ঘোড়া লোক লস্কর প্রাসাদ প্রাচীর—দুনিয়ার কিছুই যেন বাদ দেন নি । থানিকক্ষণ ধরে ছবি দেখতে দেখতে আমরা এমন তন্ময় হয়ে পড়তুম যে বাইরের সমস্ত বিষয়, এমন কি নিজের বিষয়ও যেন ভুলে যে তুম ! আমাদের মনে কেবল সেই তিন সহস্ৰ বৎসর পূৰ্ব্বের কাল জেগে উঠত। অামঃ যখন যে ছবিটার কাছে দাড়াতুম, তখন, এজগতের সমস্ত বিষয় ভুলে গিয়ে তাতেই ডুবে যেভূম! হয়ত, আমি কোন একটা মিছিলের ছবি দেখচি, দেখতে দেখতে মনে হ’ত আমিও বুঝি সেই মিছিলের মধ্যের একটা লোক ! কোলাহল দেখতে দেখতে কোলাহলে যোগ দিতে ইচ্ছা হ’ত । কখন হয় ত, কোন পারিযদুবৰ্গ বেষ্টিত সিংহাসনোপরি উপবিষ্ট রাজার দরবারের ছবি দেখে মনে হত, যেন, ত্রেতাযুগে ধৰ্ম্মরাজ যুধিষ্ঠিরের কাছে কোন বিষয়ের প্রার্থী হয়ে এসেছি। কোথাও যদি গান বাজন হচ্চে এরকম ছবি দেখতুম, তো