পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/১১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

७8२ রূপের আগুন জেলে রেখেছে—তুচ্ছ এ পতঙ্গটা কি বাপ দেবে ন' ? রাধ{— রাধা—চুপ! কি মুনীর রাত্রি ! চাদের আলোয় চারিধার ছেয়ে গেছে—যেন অগিা গোড়া স্বপ্ন বলে মনে হচ্ছে ! বীরসিংহ-থাকৃ—আমি তা দেখতে চাইনে! এমন চাদেব আলোঁ, এমন তুমি, তা হলে সব কাজ মাটি হয়ে যাবে ] কি সুন্দর তোমাকে আজ দেখাচ্ছে, রাধা ! রাধা – একটা কঠোর দস্যর প্রাণ টলাবার জন্ত এত আয়োজন-- বীরসিংহ—সব কি পণ্ড হবে ? রাধা-না-কুহকিনীর কুইকের শক্তি অসাধারণ—তুমি নিশ্চিস্থ থাকে, সেনাপতি, যদি সে আসে ত আজ রাত্রে বন্দী করে তাকে তোমার হাতে দেব, নিশ্চয়— বীরসিংহ-আঃ কি সে সম্মান, কি সে গৌরব, তার পর, রাধা, তুচ্ছ সংসাব, তুচ্ছ কর্তব্য সব থেকে অবসর নিয়ে তোমারি প্রেমে ডুবে থাকব! সে কি সুখ, কি আরাম— রাধা—সে কথার সময় সেনাপতি ! এখন মোহেব ফাদে ন। — বীরসিংহ-রাধ—রাধা-তুমি আমায় কি করেছ—জানেন তুমি !—নাধীকে কখনো আমি জানবার অবসর পাইনি । মামুষ মারীর নানা কৌশলের মধ্যেই এতদিন মগ্ন ছিলাম। তার পর এই দুবৃত্ত দম্য চাদরায়কে ধরবার মান চেষ্টা বিফল হল, শেষে তাকে ধরবার জন্য তোমার সাহায্য গ্রহণ করলাম— তুমি যখন একল বসে নিজের মনে গান অাছে, ধরা পড়ে। ভারতী । অগ্রস্থায়ণ, ১৩১৭ গাও, অfমার প্রাণের মধ্যে কি যেন একটা অভাব হাহাকার করে ওঠে ! তোমার পাশে বসে তোমার মুখের পানে চেয়ে থাকতে শুধু সাধ যায় ! আমাকে কি এক নেশায় তুমি মাতিয়ে তুলেছ—এমন বেণী ফুলিয়ে রঙ্গীন কাপড় পরে গোলাপী ওড়ন উড়িয়ে যখন তুমি বসে থাকে, তখন আমার কি সাধ যায়—জানে— রাধt—চাদরায় জানলার ধারে আমাকে প্রথম দেখে–চোবের মত সে এসেছিল । আমার অতুল ঐশ্বৰ্য্য আছে ভেবে সে তা লুণ্ঠন কবতে এসেছিল— জানেন যে আমি ব্যাধের মত বসে আছি ! আমি তখন গান গাচ্ছিলাম—তন্ময় হয়ে সে আমার পাশে এসে দ{ড়াল-—তার পর পাগলের মত এসে কি সব বললে— আমার মনে যে কি আহলাদ হল – পার্থী ধরবার জন্য ফাদ পাতা হয়েছিল —পাখী এসে আপনা-হতে সে ফাদে প। দিয়েছে--উদ্দেশু সিদ্ধ হবার আর কোন আশঙ্ক রইল ন!—যে কাজের জন্ত সেনাপতির নিমক খেয়েছি—সে নিমকের মর্য্যাদা থাকবে-— বীরসিংহ– আর সেই সঙ্গে সেনাপতিকে এমন ভাবে জয় করে বসেছ যে সে চিরজন্ম তোমার কাছে বনী থাকবে । এমন পরাজয় হয়েছে আজ তার ! রাধা-প্রেমের কথা 에lসেনাপতি ! আমি ইন নৰ্ত্তকী— রূপ ব্যবসায়িনী আমি, আর তুমি সন্ত্রাস্ত রাজপুত সেনাপতি—এ সাম্রাজ্যের ভিত্তি তুমি! বীরসিংহ - যাক সে ভিত্তি রসাতলে ! রাধা— চাদরায়ই যে তুণে হেমরজি কেমন