পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/১৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, অষ্টম সংখ্যা । লিখন পর্যবেক্ষণ করিয়া চ্যাম্পোলিন বুঝিতে পারেন মিশরীয়গণ এক প্রকার বর্ণমালা ব্যবহার করিত। তিনি মিশৰীয় ভাষায় সম্পূর্ণ বর্ণমালার আবিষ্কার করেন। তন্মধ্যে স্বরবর্ণের সংখ্যা অতি কম। কিন্তু চ্যাম্পোলিনের মতও সুধীগণ কর্তৃক পরিবর্হিত আকারে গৃহীত হইয়াছে। মিশরীয় ভাষার চিত্র দ্বারা শুধু বর্ণই যে স্থচিত হইত তাহা নহে। অনেক চিত্র দ্বারা পূর্ণ শব্দ ও অনেকগুলি দ্বারা শব্দাংশ ও সুচিত হইত। আবার অনেক চিত্র দ্বারা শব্দ সুচিত ন হইয়া শব্দ নির্দিষ্ট পদার্থই সুচিত झहेड । চ্যাম্পোলিনের পরে তৎশিষ্য রসেলিনি ও অন্যান্য অনেক পণ্ডিত তৎপ্রদর্শিত পন্থা অবলম্বন করিয়! বিস্তর মিশরীয় পুবাবস্তু আবিষ্কার করতঃ মিশরেব ইতিহাস গঠন করিয়াছেন । এই সমস্ত পণ্ডিতের গবেষণার ফলে সিদ্ধাস্ত হইয়াছে যে—মিশরীয়গণের মধ্যে প্রথমে চিত্রলিপিই প্রচলিত ছিল বর্ণমালার ব্যবহার প্রথমে হয় নাই । এবং বর্ণমালাব ব্যবহার প্রচলিত হইবার পরেও চিত্র গুলি পরিত্যক্ত হয় নাই । বর্ণমালার অলঙ্কারের পূৰ্ব্বে প্রথমে চিত্র দ্বারা পদার্থ সুচিত হইত । প্রতি পদার্থ বুঝাইতে এক একটি চিত্র ব্যবহৃত হইত। তৎপরে চিত্র দ্বারা পদার্থ স্থচিত না জোনাকি ও তাঁধার । জোনাকি কহিল হাসি-শোন গো আঁধার, আমার প্রকাশে বাড়ে সৌন্দর্য্য তোমার ! আঁধার কহিল—নাহি কর অহঙ্কার, cङtभांग्न ७थंकां* झग्न डेलद्वग्न स्रांमांझ ! দীপ ও রজনী । trళిన হইয়া তৎকালে শব্দ সুচিত হইত। একাধিক অর্থে প্রযুক্ত হইলেও একই চিত্র দ্বারা শব্দ বিশেষ স্বচিত হইত। একাধিক শব্দাংশের ( Syllable ) সমবায়ে শব্দ ও একাধিক মৌলিক ধ্বনির সমবায়ে শব্দাংশ গঠিত । প্রথমতঃ শব্দাংশের জন্ত চিত্র ব্যবহার করিয়া অবশেষে মৌলিক ধ্বনির জন্ত স্বতন্ত্র চিত্রের ব্যবহার পর্য্যস্ত মিশরীয়গণ শিথিয়াছিল। প্রতি মৌলিক ধ্বনির জন্ত স্বতন্ত্র চিত্র ব্যবহার করা ও বর্ণমালার ব্যবহার , একই কথা । প্রথমে যে চিত্রগুলি মৌলিক ধ্বনি প্রকাশ করিতে ব্যবহৃত হইত—কালে সরলীকৃত হইয় তাহারাই অক্ষরে পরিণত হইয়াছে। এই অক্ষরমালার ব্যবহার শিথিয়াও মিশরীয়গণ চিত্র ব্যবহার ত্যাগ করে নাই। কোনও শব্দ বর্ণ সাহায্যে বানান করিয়া তৎপয়ে তৎস্বচক চিত্রও তাহারা ব্যবহার করিত । ফিনিসীয়গণ মিশরীয়গণের সংস্পর্শে আসিয়া তাহীদের অবলম্বিত লিপি প্রণালী অবলম্বন করে। কিন্তু তাহারা মিশরীয় লিপির অনাবশুক চিত্রগুলি ত্যাগ করিয়া শুধু অক্ষরগুলি গ্রহণ করতঃ লিপিবিদ্যাকে অনেক সরল করিয়া দেয়। ফিনিসীয়গণের নিকট হইতেই যাবতীয় ইয়োরোপীয়গণ আপনাদের অক্ষরমালা প্রাপ্ত হইয়াছে। শ্ৰীতারকচন্দ্র রায় । দীপ ও রজনী । দীপ কহে—হে রজনী আলোকে আমার, ধরা মাঝে হয় সদt প্রকাশ তোমার ! রজনী কহিল হাসি—মোর অবসানে, হে দীপ, তোমার কথা কেহ নাছি জানে! 變 चैं अंफूल्लभंड़न्न ७श् ।