পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/৩২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

by® ο যিনি কমনীয় হেমময় দ্রুমদ্বারা রমণীয় শৈলশৃঙ্গে অধিরূঢ় রহিয়াছেন ইনি আশ্চর্য্যকারী মূৰ্ত্তিমান প্রভাবস্বরূপ ইষ্টার নাম মহাকাশুপ ভিক্ষু ॥৬২ যিনি জলপূর্ণ মেঘের ঘোষকারী পঞ্চাননরথে অধিরূঢ় আকাশমার্গে আসিতেছেন ইনি গুণবান ভিক্ষু শারিপুত্র ॥৬৩ যিনি কৈলাসপৰ্ব্বতবং শুভ্র চতুৰ্দ্দওসমন্বিত হস্তীতে আরোহণ করিয়া আসিতেছেন ইনি মহা পুণ্যবান মৌদগল্যনামা ভিক্ষু ॥৬৪ যিনি বৈদূৰ্য্যময়, মৃণালমণ্ডিত ও রত্নাঙ্কুরবৎ কেশরদ্বারাশোভিত কনক পদ্মে আরোহণ করিয়া সৌরভ বিস্তার করিয়া আসিতেছেন ইনি বিখ্যাত ভিক্ষু অনিরুদ্ধ ॥৬৫৷৷ যিনি গরুড়োপরি অধিরূঢ় হইয়া পক্ষানিল দ্বার মেঘ সকল উৎসারিত করিতে করিতে আকাশীগ্রে অবগাহন করিতেছেন ইনি মৈত্রায়ণীপুত্র ভিক্ষু স্বপূর্ণ ॥৬৬ যিনি নিতান্ত শান্ত আনন্তে অবস্থান করিয়া প্রভামুতদ্বারা দিখে তৰ্পিত বরিয়া আসিতেছেন ইনি সত্ত্বমহোদধি, প্রভাববান্‌ ভিক্ষু এন্যজিৎ ॥৬৭ যিনি বিলোল বল্লীবলয়মণ্ডিত বিশাল সুবর্ণময় তালে আরোহণ করিয়া আসিতেছেন ইনি পুণ্যপুর্ণদ্যুতি, মতিমান ভিক্ষু উপালী ॥৬৮৷ যিনি সুবর্ণ ও রত্নে উজ্জল পত্ররেখামণ্ডিত বৈদূৰ্য্যময় বিমানের শৃঙ্গে আরোহণ করিয়৷ প্রভদ্বারা বিলেপন করিতে করিতে আসিতেছেন ইনি ভিক্ষু কাত্যায়ন ॥৬৯ যিনি সাক্ষাৎ ধৰ্ম্মরূপী বৃষোপরি অধিরূঢ় দ্যায় গভীর হইয়া বিখ্যাত ভারতী । মাঘ, ১৩১৭ হইয়া আকাশে অবগাহন করিতেছেন ইনি প্রতিষ্ঠাবান ও গরিষ্ঠবুদ্ধি ভিক্ষু কৌষ্ঠিল ॥৭০ যিনি বিমান হংসের দু্যতি দ্বারা অন্তরীক্ষকে হাস্ত তরঙ্গে উদ্ভাসিত করিয়া আসিতেছেন ইনি তপোনিধি পিলিন্দুবৎস নামক ভিক্ষু ॥৭১ যিনি সমুৎফুল্ল লতাবনমধ্যে বিহার করিতে করিতে আসিতেছেন ইনি অক্ষুণ্ণ শোভাবান ও গৃহাপেক্ষাবিহীন প্রসিদ্ধ ভিক্ষু শ্রোণকোটি ॥৭২ যিনি হেম প্রভাম্বারা দিগ্বিভাগ ভূষিত করিয়া অপর সুমেরু পৰ্ব্বতবৎ সংলক্ষিত হইতেছেন ইনি ভগবানের পুত্র চক্ৰবৰ্ত্তী রাহুলক ॥৭৩ এই সকল বিচিত্র রত্নময় আসন ও বাহনস্থিত অসংখ্য ও অদ্ভুতকৰ্ম্ম ভিক্ষুগণ পৰ্ব্বতগণ, দিগন্তর, পৃথিবীমণ্ডল ও আকাশতট হইতে আসিতেছেন ॥৭৪ সুমাগধী কর্তৃক এইরূপ ক্রমে ক্রমে নিবেদ্যমান ভিক্ষু’জনকে সম্মুখে অনন্তদৃষ্টিতে বিলোকন করিয়া তাহার যুগপৎ হর্ষ, ও অদ্ভূত স স্ত্রমের বশীভূত হইয়াছিলেন ॥৭৫ অতঃপর জগৎ যেন কাঞ্চনবর্ণবৎ উজল শতসুর্য। প্রকাশজনিত আলোকে আলোকিত হইল । অশেষ সস্তাপের প্রশমন হওয়ায় শতাংশুশতমাe1 দ্বারা যেন জগৎ শীতল হইয়া গেল ৷৷ ৭৬ ৷৷ অনন্তর ধনপতি, ইন্দ্র ও ব্রহ্মা প্রভৃতি দেবগণ কত্ত্বক অমুগম্যমান ও বিপুল গগনযাত্রার অনুরূপ সেব্যমান এবং অমরপুরের পুরস্কীগণকর্তৃক পুষ্পাঞ্জলি দ্বারা বিকীর্য্যমাণ ভগবান জিনোদ ঐ সকল পুণ্যবান গণের নয়নগোচর হইলেন ॥ ৭৭ ৷ বণ ও এবং