পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/৩৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S. e 8 হাতে ব্যাগটা দিয়t নিশ্চল প্রায়-চরণকে টানিয়া সে ধীরে ধীরে অগ্রসর হইতে লাগিল শরীর যেন বহিতে পারিতেছিল না, মাথা ঘুরিয়া পড়িতেছিল। এমন সময় "মিঃ রায় না ? এই যে তুমি কোথা থেকে ? বলিয়াপিছন হইতে কে র্কাধে হাতে দিল । নীরদ ফিরিয়া দেখিল মাকুরার একটি পরিচিত বন্ধু বীরেশ্বব । নীরদকে দেখিয়া সে খুব আনন্দ প্রকাশ করিল তাহার পরে জিজ্ঞাস করিল “কোথা গেছলে ? এখন যাচ্চো কোথায় ?” নীরদ বলিল “বুন্দাবন থেকে আসচি, বোধ হয় কলকাতায় যাবে।” “বোধ হয় ?” নীরদ একটু খানি ইতস্ততঃ করিল ‘ন কলকাতাতেই মাবো ? তুমি কোথায়” ? “আমি যাচ্চি একটু ভ্রমণে । এই দিল্লি । তুমি গিয়েছিলে ? নীরদ ঘাতু নাড়িয়া জানাইল যে না । “বলোকি জগতের মধ্যে একটা প্রধান জিনিষই দেখলে न, ७ 11 ? न न, उारूि झग्न 5:गl আমার সঙ্গেই চলে একটু ঘুরে আসবে। ভারতী । ফাল্গুন, ১৩১৭ কটা দিনই বা ! তাব পর আমি চন্দন নগর, আর তুমি হাবড়া ব্যস্ ; কিহে কথা কওনা যে, যাচ্চো তো তাহলে ? তোমার চেহারাট বড় শুধিয়ে গ্যাছে তা অমুখ বিমুখ হলে কিছু ভয় নেই, আমার সঙ্গে এই দেখে হোমিওপ্যাথিক বক্স, ‘রুবিনীর কাশফার ‘কুইনিন’ এই সব । পেটেণ্ট টেটেণ্ট ও কিছুষ্ট আমি কিন্‌তে বাকি বাখিনি, আমার হৃদয়ট ভারি দুৰ্ব্বল কিনা তাই ওষুধের বিজ্ঞাপন দেখলেই পড়ি,—হঁ্য। তবে আমার বোগটার একটা সুলক্ষণ এই, সকল রকম বোগের ব্যবস্থfর সঙ্গেই মেলে । এখন ডাক্তারের হুকুমে বেড়াতে বেরিয়োচ । ই তাহলে তুমি দিল্লীই যাচ্চো কেমন ? এক মন লাগেনা” । নীরদ দুটো দিন তাহার অস্তুরেব আঘাতটা সীমলাইয়া লইবার জন্ত ও ব্যয় করার প্রয়োজন বুঝিয়াই উত্তর করিল “চলে। তবে কিন্তু ঐথান থেকেই ফিরবো” । বীরেশ্বর মহাস্ফৰ্ত্তির সহিত তাহার হাতটায় একটু ঝাকা দিয়া সোৎসাহে কহিয়া উঠিল “ভল্লু নেই তাই হবে” । অন্তরতর । তখন দু’জনে দেখা হয়েছিল সেথায় মুক্ত মাঠের মাঝে ; ফাল্লুনে মিঠে বসন্ত বায় বহেছিল ধীরে উদাস সাঝে । দুব হ’তে সেই দেথেছিছ তোবে, লুব্ধ আমার দু’টি আঁখি ভবে', কি জানি কি ভেবে হেরিয়া গে। মোরে চকিতে অগ্নি, আনত চক্ষে চলে গেলে তুমি - লো সুধাময়ি ! এথন যে হেথ কঙ্কণ-করে কুন্তলজাল এলিয়ে দিয়ে— লীলায় বহিছে মন্দ মলয় পুলকে আঁচল দুলিয়ে নিয়ে । কাছাকাছি আজি রয়েছি গেথায়, চেয়ে চেয়ে চেয়ে দেখিগে তোমায়, সরম-পাতার বাধন টুটিয়া ফুটিয়া যেন— ‘গুণ্ঠন টানি’ নাহি চলে গিয়ে হাসিছ কেন ? শ্ৰীবগলীয়ঞ্জন চট্টোপাধ্যায় ।