পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/৪২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, একাদশ সংখ্যা । গোপনে এই স্থানে উপস্থিত হইয়াছিলেন। একটা দরিদ্র ব্রাহ্মণ এই স্থানে ঠাঙ্গার নিকট ভিক্ষ প্রার্থণা করতে এবং তাহার সঙ্গে কিছুই না থাকাতে তিনি ওঁtহাকে বন্ধন করিষা তাহার শত্রুর নিকট লইয়া পুরস্কার গ্রহণের জন্ত ব্ৰাহ্মাকে আদেশ দেন। মহাৰান সংৰরিাম হইতে ৩০৪ • লি উত্তৰ পশ্চিমে মাইয। আমরা "মনু ঘোরামে" পোছি । এই স্থানে একশত ফুট বা ততোধিক উচ্চ একটা স্ত,প আছে। এই স্তুপের নিকটেই চতুঙ্গে ৭ প্রস্তুর বুমদেবের পদচিহ্ন আছে। প্রাচীনকালে বুদ্ধদেব এই স্থানে দণ্ডায়মান হইয়। কোটি কিরণ রশ্মি দ্বারা মছাবাণ সংঘারাম আলোকিত করিযাছিলেন ৭বং পরে দেল তা ও মনুষ্যের উপ রাৰ্থে নিজের পূর্বজাবণ বৃত্তান্ত বর্ণন করিম ছিলেন। এই স্ত,পের নিরদেশে শ্বেত ও পাত বর্ণের একখানি প্রস্তব আছে; এই প্রস্তর হইতে সদাসবিদ এক প্রকার খম নিৰ্গত হয়। এই স্থানে প্রাচীনকালে বুদ্ধদেব যখন বোধিসত্ব ছিলেন, তখন প্রকৃত ধৰ্ম্মবৃত্তান্ত অবগত হইয় স্ব মায শরীরস্থ অস্তির চব্বি দ্বার। একখানি পুস্তকের সারাংশ লিপিবদ্ধ কবিধাছিলেন । মোহ সঙ্ঘ, রাম হইতে ৬-৭ • লি পশ্চিমে অশোক রাগ নিৰ্ম্মিত এ কটা স্তু প আছে । তপথে ত এই স্থানেই পুরাকালে বোধিসত্বৰূপে শিবিক রাজ নামে খ্যাত ছিলেন। একটা খেলপক্ষ হইতে একটা পাঞ্জাবতকে রক্ষা করিবার জন্য তিনি এই স্থানেই নিজের শরীর থণ্ড খণ্ড করিয়াছিলেন । এই স্থান হইতে ২০ • শত লি উত্তর-পশ্চিমে আমরা সান-নি লোসির উপত্যকাধ পেছি। এই উপত্যকায় মাপে{ওসটির মঠ আছে। এই স্থানে আশি ফুট বা ততোধিক উচ্চ একঠি স্তুপ আছে। যখন বুদ্ধদেৰ শত্রু নামে খ্যাত ছিলেন, তপন এই দেশে সৰ্ব্বত্র দুর্ভিক্ষ ও ব্যাধি ছিল । ঔষধে কোন উপ কfরই হই তা এবং রাজ পথ মৃ ঠ-পূর্ণ থাকিত । বুদ্ধদেব কি প্রকারে সকলকে রক্ষা করিতে পরিবেন এই বিষয় চিন্তা করিতে করতে অকস্মাৎ সপমূৰ্ত্তি পরিগ্রহ করিয়া উপত্যকায় নিজ মু ও শরীর বিস্তুত করিয়া তিনি সকলকে আহবান করিতে লাগিলেন । V প্রাচীনকালে 5ग्नन-मिडे-३छे-दि । ףסכ: র্তাহীর আহবাণে সকলে সানন্দ চিত্তে তথtয় উপস্থিত হইয়৷ মৃ তদপের শরীর কাটিতে আরম্ভ করিল। যতই ত:হীরা সপের দেহ কাটিতে লাগিল ততই তাহারা সুস্থ হইতে লাগিল এবং সেই সময় হইতে সেই দেশে দুর্ভিক্ষ ও ব্যাধির কোনরূপ প্রকোপ রহিল না । এই স্ত,পের নিকটেই বৃহৎ স্বম স্ত,প। এই স্থানে তথাগত করুণ চিত্ত হইয সুম নামক সৰ্পে পরিণত হইয়াছিলেন । যাহার। তাহার মাংস গ্রহণ করিয়াছিল, তাহারাই আরোগ্য লtভ করিয়াছিল । উপত্যকার পার্থেই অন্য একটা স্তপ | পীড়িত ব্যক্তি এই স্থানে উপস্থিত হইলে আলোগ্য লাভ করে । পুরাকালে তথাগত মধবের রাজা ছিলেন । এক দিন তিনি সহচববর্গ সহ এই স্থানে উপস্থিত হইয়াছিলেন । তৃঞ্চাপ্ত হইয় তাহীর সহচরগণ জল অনুসন্ধান করিতে লাগিল কিন্তু কিছুতেই কৃতকাৰ্য্য হইল না। ময়ূররাজ তাগুরি ့် দ্বার। পৰ্ব্বতে অবত করাতে জল নিৰ্গত হইল ; ঐ জলে হ্রদ নিৰ্ম্মিত হইয়াছে। পীড়িত ব্যক্তি এই স্কদের জল পান বা ইহাতে অবগাহন করিলে আরোগ্য লাভ করে। পৰ্ব্বত গাত্রে এখনও ময়ূরের পদচিহ্ন দেখিতে পাওয়৷ ৰায় । মুঙ্গলি নগরের ৬০৭০ লি দক্ষিণ পশ্চিমে বৃহৎ** নবাব পূর্বদিকে ৬০ ফুট উচ্চ স্ত,প আছে। ইহা উত্তরদেন নিৰ্ম্মিত । পুবাকালে তথাগত ধৰ্ম্মমণ্ডলীকে বলিয়ffছলেন “অtমর নির্বাণের পরে উদ্যান রাজ উত্ত বসেন রাজ আমার শরীরের চিহ্নবিশেষ পাইবেণ” । যখন রাজগণ বুদ্ধদেবের শরীরের চিহ্ন সম ভাগে বিভক্ত করিতে উদ্যত তখন উত্তরসেন রাজ তথtয় উপস্থিত হন । বৈদেশিক রাজা বলিয়। অন্য কোন রাজ। তাহী ক কোন প্র কবি সন্মান করেন নাই। এই সমযে দেবতাগণ বুদ্ধদেবের শেষ কথাগুলি পুণৰ্ব্বার প্রচার করেন । পরে চিহ্নের অংশবিশেষ প্রাপ্ত হইয়। স্বদেশে প্রত্যাগমন করিয়া তিনি সম্মান প্রদর্শনার্থ এই স্ত,প নিৰ্মাণ করেন। এই স্তুপের নিকটেই গঙ্গাকার এক পৰ্ব্বত আছে। উত্তরসেনরাজ শ্বেত হস্তী পৃষ্ঠ বুদ্ধদেবের স্মৃতিচিহ্ন অনিয়ন কবিয়া ছিলেন । এই স্থানে উপস্থিত হইলে