পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/৪২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, একাদশ সংখ্যা । উপনীত হইলেন। ইহাতে নাগবাজের সকল আত্মীয় অত্যন্ত আমোদ আহলাদ করিতে লাগিল কিন্তু যুবক উৎসবাদি কাৰ্য্যে নিযুক্ত সৃপগণের আকৃতিতে ভীত হইয়। সে স্থান পরিত্যাগের 회전 করিলেন । নাগরাজ তাহকে বলিলেন যে অমুগহ করিয়৷ তিনি যেন প্রস্থান না করেন । নিকটবৰ্ত্তী কোন বাসস্থানে তিনি থাকিলে, নাগরাজ শাক্য যুবককে শীঘ্রই ঐ দেশের বাঞ্জ করিয়া দিবেন। ঐ দেশের সকল ব্যক্তিকেই তিনি বশীভুত কবিয দিবেন এবং শাক/যুবকের বংশ অনেক দিন ধরিয়। ঐ স্থানে রাঞ্জ ? করিতে পরিবে । যুবক এই প্রস্তাবে গুঞ্জ তা স্বীক:র করিলেন অভিলাষ কিন্তু নাগরাজের কথায় সন্দেহ প্রকাশ করিলেন । নাগঃiজ ইহাতে মুল্যবান এক তরবার। উঠুসন্মনিৰ্ম্মিত এক আধারে স্থাপন করিয যুবককে বলিলেন যে “ইহ লই আপনি অনুগ্রহ কfরয় রাজসমীপে উপস্থি ও DDDS KE Bg SBDD BBBB KDD BBB অমুরোধ করুন । রাজা ইহা পেণন গ্রহণ করিতে ষাইবেন, তৎক্ষণাৎ আপনি এই তব বারীদ্বারা ৩tহাকে এই প্র কাবে আপনি ঐ রাজ্য| শাক্য যুবক নাথাদেশে হত্য করিবেন। ধি কালে সক্ষম হইবেন ।" উদ্যানদেশেব রাজসমীপে উপস্থিত হঠয। ব্লtঞ্জাকে হতা। করিলেন। উপস্থিত মন্ত্রী ও তৃতীবর্গ ইহাতে বাfতব্যস্ত হইয়। পলায়ন করিতে লাগিল । শাক্য যুবক উiহার তরবারা উত্তোলন করিয়৷ বলিলেন যে “এই তরবারী আমীকে পুণ্যাত্মা নাথরাজ দিয়tছেন ; ইহাদ্বারা অামি গৰ্বিবতকে শাসন করিব।” ঐশ্বরিক শক্তিবিশিষ্ট ধোদ্ধার নিকট তাহার পদানত হইল এবং উtহাকে রাজ্য প্রদান করিল। শাক্যযুবক দেশে শাস্তিরক্ষা ও কুপ্রখ৷ দমন করিলেন । পরে সৈন্যসামস্ত সমভি ব্যহারে নগরাজের প্রাসাদে উপস্থিত হইয়া সকল বৃত্তান্ত নিবেদন করিলেন এবং উiহার কস্তাকে সঙ্গ লইয়া স্বরাজ্যে প্রত্যাগমন করিলেন । কিন্তু এ যাবৎ নাগিনীর পূর্ব জন্মার্জেত পাপের ক্ষয় না হওয়াতে রাত্রিকালে তাহার মস্তক হইতে নয়টা নস্তক বিশিষ্ট সৰ্প বহির্গত হইত। শক্যরাজ ইহাতে ভীত 5ग्रन-निद्धे-इंडे दि। ఫిwవిసె হইয় একদিন রাত্রিকালে তাহার. নিত্রিত রাজীর মস্তক উত্থিত সপের মস্তক দ্বিখণ্ডিত করিলেন । রাজ্ঞী জাগরিত হইয়। সভয়ে বলিলেন যে “ইহাতে আমার জীবনে আমাকে বিশেষ কিছু কষ্ট দিবে না, কিন্তু আপনার উত্তরাধিকারীগণ চিরকাল মস্তকের বেদনায় কষ্ট পাইবে।” সেই সময় হইতে এত্তদেশীয় রাজবংশীয়গণ এই ব্যাবিতে আক্রান্ত । শাক্য যুবকের মৃত্যুর পর উtহ্যর পুত্র উত্তর দেন সিংহাসনাধিরোহণ করেন । উত্তব সেনের সিংহাসন রোহণের অব্যবহিত পরেই তাহার মাতার দৃষ্টিশক্তি লোপ পায়। তথাগত নাগ অপলালকে দমন কবিয়া শূন্ত হইতে এই স্থানে অবতীর্ণ হন । উত্তর সেন অনুপস্থিত ছিলেন তথাগত ঠাখার মাতাকে ধৰ্ম্মেপদেশ দেন। বুদ্ধদেবের শ্ৰীমুখ হইতে এই উপদেশ শ্রণি কপি ৷ প্লাজমাত। দৃষ্টিশক্তি লাভ কবেন । তথাগত উত্তরসেনের মতাকে পুত্র কোথায় জিজ্ঞাস করিলে তঁহার মা ত৷ নিবেদন করেন যে রাজা মৃ tধার্থ গমন করিয়াছেন । তথ্যগত ও র্ত স্থার সমভি ব্য{হারী ব্যক্তিগণ প্রস্থানোদ্য ত হইলে প্লাজমাতা নিবেদন করিলে যে “বহু পুণ্য বলে তিনি পুণ্যবংশীয় রাজপুত্ৰকে গঞ্জে ধারণ করিয়াছেন এবং সেইজন্তই তথ{গত বিশেষ অনুগ্রহ প্রকাশে আমার গৃহে পদার্পণ করিয়াছেন। আমার পুত্র শীঘ্রই প্রত্যাবৰ্ত্তন কfরবে। সুতরাং অনুগ্রহ করিয়া কিছু কালের জন্ত অপেক্ষা করুন। পৃথিবীপতি উত্তর করিলেন যে “রাজমাতার পুত্র তাহারই বংশীয় । ধন্মের কথা শ্রবণ মাত্রই তিনি বিশ্বাস করিবেণ। যদি রাঞ্জ উত্তর সেন উtহার আত্মীয় ন হইতেন, তবে তিনি এইস্থানে থাকিয় তাহার সন্মুখে ধৰ্ম্মপ্রচার করিতেন । তিনি মৃগয়া হইতে প্রত্যাগমন করিলে র্তাহাকে বলিবেন ষে তথ্যগত এই স্থান হইতে কুশীনগরে গমন করিয়াছেন ; শালবৃক্ষতলে শীঘ্রই তিনি প্রাণত্যাগ করিবেন : আপনাব পুত্ৰ যেন স্মরণ চিহের জমৃত্যু ৩থায় গমন করেন " তথাগত এই কথা বলিয়া সপরিষদ আকাশমাগ দ্বার প্রস্থান করিলেপ | পরে উত্তর সেন