পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/৪৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, একাদশ সংখ্যা । এত খারাপ যে অন্ত উৎপাদিকা শক্তি প্রযুক্ত ন হইলে উহার কোন লাভ হইবে না । দুই প্রকারে এই উর্বরাশক্তি বৃদ্ধি পাইতে পারে । প্রথমতঃ, কৃষিজাত দ্রব্যেব গ্রাহক বৃদ্ধি এবং দ্বিতীয়তঃ সমুন্নত কৃষি পদ্ধতি দ্বারা ঐ জমী হইতে উৎপাদিত দ্রব্যের পরিমাণ বুদ্ধি। পূৰ্ব্বে যে গ ভূমির জমীর কথা লিথিয়াছি ঐ গ জমী হইতে কৃষক কোন প্রকারে নিজের খরচাদি উঠাইতে পারে । কিন্তু ঘটনা পরম্পরায় এই শেয মাত্র আরও নামিয়া পড়িতে পাবে এবং সেই জন্ত খাজনার ও সে ঘটনাগুলি নি ম্নে বর্ণনাব প্রয়াস পাইতেছি । ভিন্ন ভিন্ন দেশের লাভের হার ভিন্ন । অষ্ট্রেলিয়ায় শত করা ১০ টাকা অনায়াসেই তারতম্য হয় । পাওয়া যায় । ইংলণ্ডে প্রচলিত হার ৫ মাত্র। আমাদের দেশের মহাজনের শতকরা ২০॥২৫ টাকা সুদ লাভ করেন । হলওদেংশ হার খুবই নীচু। কারণ বশত: ইংলণ্ডের লোক প্রচলিত পাচ টা ক{ অপেক্ষা অfর ও কম লাভে টাকা কাজ দিতে বা ব্যবসায়ে টাকা খাটাইতে প্রস্তুত ! এক্ষেত্রে জমীর শেষ মাত্রীও নামিয়া যাইবে । কুযক কম লাভে ঐ জমী চাষ করিতে চাচিবে, ভূম্যধিকারও পুৰ্ব্বাপেক্ষ কম খাজনায় ঐ জমী দিতে চাহিবে । গ নামক যে জমীর কথা আমরা পুৰ্ব্বে বলিয়াছি তখন ঐ প্রকার জমী অপেক্ষা ও খারাপ জমী লোকে চাষ করিতে লাভের মনে করুন, সঙ্গস কোন শতকরা ( ) বণ্টন। సె( ) চাহিবে। এবং গ ও শেষোক্ত প্রকারের খুব খারাপ জমীর উৎপাদিক শক্তির পার্থক্যে খাজনার হার নিদ্ধারিত হইবে । এই প্রকারে, অষ্ট্রেলিয়ায় যখন লাভের হার ১০২ হইতে আরও কমিয়া যাইবে, তখন আরও জমি চাষ হইবে । লোকসংখ্যা বৃদ্ধি হইলে কৃষিজাত দ্রব্যের মুলা বদ্ধি পায়, কেন না লোকসংখ্যা বৃদ্ধি হইলে কৃষিজাত দ্রব্যের গ্রাহক ও বৃদ্ধি পায় । গ্রাহক বুদ্ধির সঙ্গে সঙ্গে মূল্যও বৃদ্ধি পায় এবং যে সকল জমি কর্ষণের শেষ মাত্রার সামান্ত উপরে ছিল তাঙ্গাও লোকের আহার সরবরাহ করার জন্ত চাষ করিত হয় । লোকসংখ্যা বৃদ্ধি পাওয়ার সঙ্গে কর্ষণের শেষ মাত্রা আর ও নিমে পড়ে অর্থাৎ আরও অল্পোৎপাদিকা শক্তি বিশিষ্ট জমীর চাষ হইতে থাকে । লোক সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে জমীর থfজনীর হারেরও তারতম্য হয়। কৃষিজাত দ্রব্যের বিক্রয় বৃদ্ধির সঙ্গে ভূম্যধিকারী খাজনার’ হাব ও বেশী করিতে পাবেন । কিন্তু লোক সংথ্যা বৃদ্ধি হইলেই যে দেশেব আর্থিক উন্নতি হইয়াছে এইরূপ বুঝিতে হইবে কোন কোন দেশে এইরূপই হয় বটে কিন্তু সৰ্ব্বত্র এরূপ ঘটে না । অষ্ট্রেলিয়ায় প্রচুব পরিমাণে উৰ্ব্বব-ভূমি আছে এবং সেইজন্ত তথায় অtহার্য দ্রব্যাদি ও যথাসম্ভব সুলভ । ভারতবর্ষেক পক্ষে এই নিয়ম প্রযুক্ত হইতে পাবে না । এখানে লোকসংখ্যা যথেষ্ট বৃদ্ধি পাইয়াছে কিন্তু অর্থ বৃদ্ধি হয় নাই ॥১ তাহা নয় । “The standard of comfort of the population has been lowered and vast numbers are constantly living just on the verge of pauperism and starvation.” Mrs. Fawcett.