পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/৪৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, দ্বাদশ সংখ্যা । সৰ্ব্বপ্রকার মঙ্গল হয়,—নহিলে তাহদের নানা ভ্রমপ্রমাদে পড়িয়া অশেষ দুৰ্গতি হইবার সম্ভাবনা । এই হেতু আমি এই পৃথিবীর জনপদের ইতিহাস শিখিতে ইচ্ছা করি। তোমরা এই সাৰ্ব্বজনীন ইতিহাস সঙ্কলন করিয়া আমাকে জানাইতে চা ও । সেই ইতিহাস যাহতে সৰ্ব্বাবয়ব সম্পূর্ণ হয় তাহাতে তোমাদের যত্নের যেন কিছুমাত্র ক্রটি না হয় এই আমার আদেশ ।” পণ্ডিতের রাজtঞ্জ শিরোধ{ৰ্য্য করিয়া রাজদরবার হইতে বিদায় লইলেন । সেথান হইতে গৃহে ফিরিয়াই প্রত্যেকে আপন আপন কাৰ্য্য আবস্ত করিলেন। ৩০ বৎসর পরে র্তাহারা পুনরায় রাজার নিকট আসিয়া উপস্থিত হইলেন। র্তাহীদের পশ্চাতে দ্বাদশ উঠু গ্রন্থভার বহন করিয়া চলিয়াছে—প্রত্যেকের পৃষ্ঠে ৫০• পুস্তক। সভাপণ্ডিত রাজসিংহাসনের সম্মুখে দণ্ডায়মান হইয় রাজাকে" অভিবাদন পুরঃসর নিবেদন করিলেন -- “মহারাজ আপনার আজ্ঞানুসারে মৌলবীগণ যে সাৰ্ব্বজনিক ইতিহাস রচনা করিয়াছেন তাছা মহারাজের শ্রীচরণে সমৰ্পণ করিতে র্তfহার সমাগত। এই বিরাট পুস্তক ৬• • • খণ্ডে বিভক্ত—লোকাচার, রাজনীতি, শাসন তন্ত্র, মনুষ্য-সমাজ সম্বন্ধে যাহা কিছু জানা আবশুক তাহা সকলি সংগ্ৰহ করিতে আমরা কিছুমাত্র ক্রটি করি নাই । প্রাচীন ইতিহাস যত পাওয়া যায় তাহার মধ্যে সকলি সন্নিবিষ্ট হুইয়াছে। তদ্ভিন্ন ভূগোল, খগোল, পদার্থ বিদ্যা, রসায়ন শাস্ত্র প্রভৃতি আয়ত্ত করিবার জন্ত যত প্রকার টিপ্পনী অবিশুক তাহ দেওয়া আছে। সুচী অমুক্রে ইয়োরপে সাহিত্য । ר רה মণিকাই এত বিস্তৃত যে তাহীদের বোঝাই দুই উই বহন করিয়া আনিতেছে।” রাজা উত্তর করিলেন— তোমরা যে এত পরিশ্রম স্বীকার করিয়া আমার এই অজ্ঞা পালন করিয়াছ তাহাতে আমি বড়ই সন্তুষ্ট হুইয়াছি কিন্তু এক্ষণে আমার হাতে রাজকাৰ্য্য বিস্তর আর তোমরা এত বৎসর ধরিয়া যে লেখা সংগ্ৰহ করিয়াছ তাহীতে আমার বয়সও বাড়িয়া গিয়াছে । আমি এক্ষণে মধ্যবয়স উত্তীর্ণ কবিয়ছি, এই সুদীর্ঘ ইতিহাস পড়িয়া শেষ করিতে না করিতেই আমাব আয়ু শেষ হইয়া যাইবে । অতএব আমার অনুরোধ এই যে, ইহার সংক্ষিপ্তসার লিখিয়া আমার কাছে লইয়া আসিবে, তবেই আমি আমার জীবদ্দশায় তাহা পড়িয়া উঠিতে পারিব । " পারস্তের মৌলবীগণ ২০ বৎসর ধরিয়া এই কাৰ্য্য করিয়া উষ্ঠু পৃষ্ঠে বোঝাই দিয়া গ্রন্থাবলী রাজার কাছে আনিয়া উপস্থিত করিলেন ! র্তাহীদের অগ্রণী কাজী সাহেব অগ্রসঙ্গ হইয়া বলিলেন, মহারাজ এই অামাদের নুতন রচনা দর্শন করুন। ইহার মধ্যে সাৰ্ব্বজনিক ইতিহাসের সারকথা সমস্তই রক্ষিত হইয়াছে। রাজা কহিলেন, তুমি যাহা বলিতেছ সকলি সত্য কিন্তু আমার পড়িবার অবকাশ নাই। আমি বুদ্ধ হইয়াছি । এই বয়সে এই দীর্ঘ প্রবন্ধ পড়িয়া উঠিতে পারিব না। আরো সংক্ষেপ করিয়া আন, বিলম্ব করিও না । র্তাহারা আর অধিক বিলম্ব না করিয়া ১০ বৎসর পরে পুনরাধ রাজদরবারে উপস্থিত >{{ о о