পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/৪৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪৭ বর্ষ, দ্বাদশ সংখ্যা । সমুহে নীত হইয়া উন্নতি শিক্ষা এবং আনন্দ বিস্তার করিবে । শতাব্দী পূৰ্ব্বে ভারতবর্ষের বিভিন্ন জাতিসকল পৰ্ব্বত, মরু, নদী ও সমুদ্রের দৃরতার ব্যবধানে যথার্থই ভিন্ন ছিল, কিন্তু আজি কfর দিনে বাষ্পীয় যান এবং তড়িৎশক্তি প্রভাবে মানব বুদ্ধি এবং পরিশ্রমের উদ্ভাবনে তাহারা ভিন্ন নাই এক হইয়া গিয়াছে, দুরতা দূর হইয়াছে, সেতু, সুরঙ্গ, জল প্রণালী, তাড়ি তবাৰ্ত্তাবহু, বাষ্পীয় যান এবং অর্ণবপোত আজ তাহদের সন্নিকট করিয়াছে। ভারত মহাদেশের ছিন্ন বিক্ষিপ্ত ংশ গুলি যে একত্রে সংযোজিত হইয়া এক. হইয়াছে ; বিভিন্ন জাতি সকল ৰে এক রাজনৈতিক শাসনাধীন হইয়াছে তাহা হইতে বুঝিতে পারা যায় যে বিশ্বনিয়ন্ত পরম পুরুষ একদিন তাহাদিগকে এক অধ্যাত্মিক স্থত্রে গ্রথিত করিবেন ইহাই তাছার পূর্ব স্বচন । 藝 হিন্দুজাতি আমরা আমাদিগকে জগদীশ্বরের বিশেষ কৃপাপাত্ৰ মনে করি। আমাদের ধৰ্ম্ম শাস্ত্র আমাদের চতুৰ্ব্বেদ তাহারি স্বহস্তের দীন বলিয়া বিশ্বাস করি । আমরা যে অংশে সকল জাতির মধ্যে কল্যাণবিস্তার করিতে পারি সেই অংশে আমাদেরপ্রতি তাছার দয়ার বিশেষ পরিচয় । ইহাও স্বীকার করিতে হুইবে এই বিশাল বিশ্বে যে বিবিধ মানব জাতি স্বল্প হইয়াছে তাহীদের প্রত্যেকের মধ্যে বিশ্বমানব সংসারের উন্নতির নিমিত্ত কিছু না কিছু গুণ সঞ্চিত আছে, সেই গুণাবলীর সন্মিলনেই সমগ্র মানব সমাজের শ্রেষ্ঠ কল্যাণ সাধিত হইবে । তাই কেবল আর্য্য রমণীকে এই স্ত্রী মহামগুল ভুক্ত ভারত স্ত্রী মহাম গুল । ق ه ه ؤ করিলে হইবে না, ইণ্ডে{-জারিয়ান ( ভারতীয় আর্য্য) ইণ্ডে-সেমিটক, ইণ্ডোমঙ্গোলিয়ন এবং অ্যাংলো-ইণ্ডিয়ান সকলকেই ইহার উদার বেটনের মধ্যে গ্রহণ করিতে হইবে । জাতি বর্ণ ধৰ্ম্ম রাজনৈতিক মতামত বা দল নিবিশেষে সকলেই ইহার সভ্য হইতে পরিবেন। এক কৰ্ম্মস্থন্ত্রে ইঙ্গা ভারতবর্ষের সর্বত্র মনস্বিনীগণকে গ্রথিত করিবে, তাহাদিগকে উদার উন্নতির পথে অগ্রসর করিবে। ভারত-স্ত্রীমহামণ্ডলের সমুদ্রের ন্তায় উদারবক্ষে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র প্রাদেশিক সমিতি সকল অসংখ্য স্বল্পতোয় স্রোতস্বিনীর দ্যtয় আলিয়া একত্র সম্মিলিত হইবে । ভারত স্ত্রী মহামণ্ডল একটি প্রকাও যন্ত্র স্বরূপ, ইছা দেশের বিভিন্ন অংশের সৰ্ব্বত্র নারী-সাধিত কার্য্যের সংবাদ সংগ্ৰহ করিবে এবং তাহাদিগকে নিত্য নুতন শুভ কার্য্যের প্রেরণtয় উৎসাহিত করিবে . প্রারম্ভে ইহার কার্য্যপ্রণালির বিবিধ স্খলন এবং ক্রটি থাকিয়া যাইবে সন্দেহ নাই, কিন্তু আশা করা যায় কাল সহকারে সে সকল সংশোধিত হইয়া উত্তরোত্তর, ইহা অধিকতর সফলতা ও কাৰ্য্যকুশলতা লাভ করিতে সক্ষম হুইবে এবং শোভা ও সম্পদের অধিকারী হইবে । ভারত স্ত্রী মহামণ্ডল দেহ স্বরূপ এবং বিভিন্ন শাখাৰলী তাহার অবয়ব সমূহের দ্যায় ভারতের সর্বত্র বিস্তারিত থাকিয় তাহীতেই ংযোজিত থাকিবে। শাখাসমিতিসমূহ প্রাদেশিক সকল মহিলা সমিতিকে একত্রিত করিয়া মহামণ্ডলের সহিত সংযুক্ত করিবে, বাৎসরিক সন্মিলনের সময়ে প্রত্যেক