পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/৫১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, দ্বাদশ সংখ্যা । उँहेलिग्नम ब्ल८झनछेाइँन । ృe ఫిలి উইলিয়ম রদেনষ্টাইন। মিঃ উইলিয়াম একজন . বিখ্যাত আমেরিকা প্রভৃতি রদেনষ্টাইন ইংলণ্ডের চিত্রশিল্পী। অষ্ট্রেলিয়া স্থানেও তাহার চিত্র সাদরে সুরক্ষিত। তিনি সম্প্রতি কলিকাতায় আগমন করেচেন। সৌভাগ্যক্রমে তার সঙ্গে আমাদের বিশেষরূপ পরিচয় ঘটেচে । আমরা সকলেই তার স্বভাবসুলভ সরল ও -অকপট ব্যবহারে মুগ্ধ হয়েচি ! তার শাস্ত ও মৃদু মিষ্টালাপ বাস্তবিকই উপভোগ্য ! fতনি আমাদেব দেশকে যে কত ভালবাসেন তাঁর প্রত্যেক কথা থেকে ত’ বোঝা যায়। তিনি কিছুদিন পূৰ্ব্বে অজস্তার প্রাচীন শিল্প কীৰ্ত্তি দেখতে গিয়েছিলেন । রাজপুতানা বারাণসী, পুরী প্রভৃতি ভারতের দর্শন যোগ্য নানা রমণীয় স্থানেও তিনি পরিভ্রমণ করেছেন। মিঃ উইলিয়ম রদেনষ্টাইন আমাদের দেশের শ্ৰীমদ্ভগবতগীত, পুবাণ, উপপুবাণ আর আর যাবতীয় ধৰ্ম্ম পুস্তকে বই ইংরাজী অনুবাদ পড়েচেন । তিনি প্রসঙ্গক্রমে বল্লেন, আশ্চর্য্যের বিষয়, আমবা পুস্তক পাঠে .তোমাদের দেশেব ঋষি তপস্বীদের তপজপাদির যে সব মহৎ কাল্পনিক চিত্র মনে একে থাকি তোমাদেব এ দেশে সেই সকল চিত্র চোখেব সম্মুখে প্রত্যক্ষ দেখতে পাই । যেখানে যাই, সেখানেই দেখি--রোমান শিল্পীব সযত্নগঠিত স্তবকুঞ্চিত বসন পরিহিত মনুষ্যমুক্তি! তোমাদের বসন ভূষণ, ভাব ও ব্যবহার যেন ঠিক প্রকৃতির শোভার সঙ্গে মিশিয়ে একেবারে ছবির ভাবে গড় ! তিনি আমাদের উত্তরায়ের মুকুঞ্চিত ভাজকে নিবরের শিথিল জলরাশির স্তরের সঙ্গে উপমা দেন। কিছুদিন হ’ল তিনি হাইকোর্টের কাছে কোন গাছের তলায় সবুজ ঘাসের উপর একটি লোককে নিরুদ্বেগে ঘুম’তে দেখেছিলেন । তার শোয়াব ভঙ্গীটা তার এতই ভাল লেগেছিল যে, ৫ মিনিট কাল ধরে তিনি তাকে নিরীক্ষণ ক’রে ও শ্রান্তবোধ কবেন নি । তিনি বল্লেন,— কই এমনতর ভঙ্গীতে ইংলণ্ডে ত কাউকে কখনো শুতে দেখিনি –এ যেন ঠিক একখানি গ্ৰীক ছবির গঠিত মুৰ্বি —তিনি তার স্বদেশীয় মহিলদের ‘লেস বহুল আঁট-স্টাটা সজ্জা আদেী পছনা করেন না,—বরং শিল্পীর চক্ষে তা বৰ্ব্বর আদর্শ বোলে মনে করেন । আমাদের দেশের শিল্প-বিদ্যার্থিদেব বিলাতে শিল্প শিক্ষার জন্তে যাওয়ার তিনি একেবারেই পক্ষপুt ঠী নন । তিনি বলেন, তোমাদের ভারতে শিল্পের উপকরণের কোনই অভাব নাই। তোমরা শিল্পের আবি-হাওয়ায় বাস করচো ; তোমরা ইচ্ছে করলে অতি সহজেই উৎকৃষ্ট শিল্পী হ’তে পার । তোমরা এটা জেনে যে, We have many painters in Europe but artists— অর্থাৎ "আমাদের ইউরোপে অনেক চিত্রকর আছে বটে ; কিন্তু শিল্পী খুব অল্পই।” ঠিক ঐ একইরূপ উক্তি অকপট হৃদয় মিশেষ হারিংহাম প্রভৃতি বিলাতের কতিপয় শিল্পীর কাছে আরও অনেকবার শুনেছি। আমার বিলাত-প্রবাসী বন্ধু “লণ্ডন রয়েল কলেজ অব আটের” ছাত্র শ্ৰীযুক্ত হিরন্ময় রায় চৌধুরী বিলাত থেকে আমাকে যে few