পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/৫৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, দ্বাদশ সংখ্যা । বারে বারে ঘুরে ঘুরে মৌমাছিদের গুঞ্জ স্বরে কার চরণেব নৃত্য যেন ফিরে আমার বুকের মাঝে प्रtख श्रtभांग्न उठांग्व् उi८ल রিমিঝিমি নুপুর বাজে ।” श्रृंॉन ! Yeo নিদাঘলক্ষ্মীর এই অমূর্ত অলসমথুর নিস্তব্ধ মধ্যাহ্ন নৃত্য আর কোথায়ও পাই নাই। আমরা যেন ছন্দের মাঝেই নুপুর শিঞ্জন শুনিতে পাইতেছি ! ঐযামিনীকান্ত সেন, বি-এল । সার্থক দান । এ সংসারে সবার সাথে অনেক কথা কই একটি কথt অাছে তোমার তরে, নয়নপাত্তে মীরবে কক্ত অশ্রুবোঝা বই তোমার লাগি একটি ফোটা ঝরে । কত ন সুরে গাহি যে কত গান কত বেদন কত যে অভিমান, তাহার মাঝে একটি সুর ক্ষণে ক্ষণে বাজে সে স্বর শুধু তোমায় খুজে মরে । আশার কত কুসুম মনে ফুটায়ে তুলি নিতি একটি আছে তোমার পদতলে, কত বাসন প্রদীপে মোর উজলি উঠে প্রতি * একটি দীপে আরতি শিখ জ্বলে । এই বাসস্তী বাতাসের মতন প্রাণ কেন মোর হয় না ; কেন এপার হ’তে ওপার সোজা ভুবন ভরি বয় না ? এই মনোবনের পুষ্পগাছে যা কিছু মোর গন্ধ আছে, সবার কাছে বিলিয়ে দিবার ভার কেন সে লয় না ! কত না রসে হৃদয় উঠে ভরি প্রকাশে রূপে নব মুকুতি ধরি একটি রূপ ব্লtfঙয়া রহে সে যে তোমার রঙে একটি মণি ললাটে শুধু বলে। আঁধার পটে কত কত না তারা ফোটে নিবিড় রাতে © সেথায় এক তুমি জোছনা ধারা, আলো আঁধার মিলেছে যেখ। উষার আঁখিপাতে সেখায় তুমি জাগিছ শুকতায় । কত ভাবনা নামে হৃদয়তীরে একটি থাকে চরণ তব ঘিরে জাগরণে জাগিয়া ছোটে কৰ্ম্মধারা কত একটি হয়ে তোমাতে হয় হরি। শ্ৰীদীনেন্দ্রনাথ ঠাকুর । গান । ধনীর যেথা বিরাম ভবন ভক্ত যেথায় পূজে, দুঃখী যেখ বিছায় শয়ন প্রণয়ী প্রেম খুজে,— সেই সবার সেবার সেবক হয়ে সফল কেন রয় না ! কেন উদারতায় উদাস হয়ে সকল বাধা সয় না ! ঐযতীজমোহন বাগচী ।