পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(Nbr ঘটনাচক্রে ফৌজদার আবু তোরাব এই স্থলেই মৃগয়ার্থ আগমন করিয়াছিলেন এবং সীতারাম পৌছিবার পূৰ্ব্বেই তাহার অধীনস্থ দ্বস্থাগণ আবু তোরাবকে আক্রমণ করিয়া র্তাহীর মুগুচ্ছেদ করে। সীতারাম এই ঘটনায় অত্যন্ত ভীত হইয় পড়েন এবং আবুতোরাবের মৃতদেহ তাহার অনুচরগণেব নিকট প্রত্যপণ করেন। আবুতোরাবের অমুচরগণ মৃতদেহ ভূষণার নিকটেই কবর দেয় । নবাব, আবুতোরাবের মৃত্যুসংবাদ পাষ্টয়া বক্স ইলাহি খ" নামক সেনাপতিকে সীতারামের বিরুদ্ধে প্রেরণ করেন এবং ইলাহি খাকে সাহায্য করিবার জন্ত নিকটবর্তী জমিদারদিগকে পরোয়ণ। প্রেরণ কবেন । সীতারাম সপরিবারে ধৃত হইয়া মুর্শিদাবাদে প্রেরিত হন। সেই স্থানে পৌছিবামাত্র তাঙ্গার পরিবারবর্গকে বিক্রর ক1া এবং সীতাবামেব মৃত্যুদণ্ড হয় ।” ষ্টুয়ার্ট সাহেব যে বৃত্তান্ত লিখিয়াছেন তাহা উপন্সাস হইতে পাবে কিন্তু আমব। ইহাকে ইতিহাসে পরিগণিত করিতে পাবি না। ওয়েষ্টল্যাণ্ড সাহেব সত্যই লিখিয়াছেন যে “The tanks and temples and ruins at Muhammadpur consi–t sar better with the local legend than with the Muhammadpur account.” অর্থাৎ সীতারামকৃত দীর্ঘিকা, মন্দির এবং মহম্মদপুরের ভগ্নাবশেষ দেখিলে স্পষ্টই ভারতী । কাৰ্ত্তিক, ১৩১৭ थडौब्रभान श्ब्र cय नौङांब्रांम नचकैौब्र প্রবাদই সত্য । ওয়েষ্টল্যাণ্ড সাহেব * যে বৃত্তাস্ত সংগ্ৰহ করিয়াছিলেন আমরা সেই বৃত্তান্তকেই মোটের উপব সত্য বলিয়া গণ্য করি এবং তাছাই আমবা নিম্নে বিবৃত করিতেছি । বঙ্গদেশে এই সময় দ্বাদশটা ভূঁইয়া ছিলেন। এই ভূইয়াগণ এক প্রকার স্বাধীন ছিলেন বলিলেও অত্যুক্তি হয় না এবং বাদসহ বা তাহার প্রতিনিধি নবাবকে বিশেষ গণ্যমান্ত ও কবিতেন না বা নিরূপিত রূপে র:জস্ব ও প্রেরণ করিতেন না। সম্ভবতঃ কোন এক ভূইয়াকে শাসন করিবার জন্তই হৌক বা ফতেয়াবাদ স্থিত কোন পাঠান ওমরাহকে দমন করিবার জন্তই হেীক নবাব সায়েস্তখে। কর্তৃক সীতারাম বঙ্গদেশে প্রেরিত হইয়া ছিলেন । তিনি ইহাতে কৃতকাৰ্য্য হওয়াতেই পুরষ্কার স্বরূপ নলী পরগণা লাভ কবেন । এবং সম্রাট আউরংজীব তাহাকে সনন্দ প্রদান করিয়া রাজ উপাধিতে ভূষিত করেন । সম্রাট প্রদত্ত ফাৰ্ম্মাণসহ সীতারাম মুরশীদকুলি খার নিকট পৌছিয়া রীতিমত নজর দিয়া তাহাকে সস্তুষ্ট করিলে নবাব র্তাচাকে কয়েক বৎসবের জন্য ঐ সকল ভূমি নিষ্কর দখল করিতে অমুমতি প্রদান করেন। সীতারাম ফিরিয়া আসিয়া মহম্মদপুব নিৰ্ম্মাণে প্রবৃত্ত হন । কি কারণে হিন্দুকুলতিলক সীতারাম তাহার রাজধানী মহম্মদপুর নামে আখ্যাত করেন তাহ সঠিক

  • Mr. Blochman supposes him to be one of the descendants of successors of the equally notorious Mokund, who possessed the Sirkar of Fathabad and

Pergunna of Bhoosna..—Ibid.