পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/১৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*タぐ98 আওয়াজ হয় অনেকটা যেন সেই রকম ? না, ঠিক্‌ তা নয় ; হৃদ যন্ত্রের উপর দ্রুততালে উত্থান পতনের যে ধ্বনি তাঙ্গরই মুস্পষ্টতা, অ%ব বৃষ্টির জলেব শব্দের সহিত কোন বাস্তৃযন্ত্রের মিশ্রণের অনুরূপ কি ? আমার বোধ হয় যদি কোন সঙ্গীতরসজ্ঞ ব্যক্তি সেই শব্দ শুনিতেন তাহা হইলে সহজে তুলনা আবিষ্কাব কবিতে পাfরতেন, বাদ্যযন্ত্রে আমি,— যকৃ সব কথা সব সময় খুলিয়া না বলাই ভাল । বাতাসে ঠিক বিছানার উপরে সেই অশতপূৰ্ব্ব ধ্বনি ভাসিতেছিল টিং, টিং, টং। আমার বিচলিত বিপন্নমুখ বোধ হয় জেন|রলের চোখের দৃষ্টি এড়ায় নাই, একটুখানি বিষাদ মিশ্রিত অর্থপূর্ণ হাদি গসিয়া তিনি বলিলেন “ও ঠিকৃই আছে, ডাক্তার ওটা আমার একটা গোপনীয় ঘণ্টার আওয়াজ । আপনি যদি নীচে গিয়ে এইলার আমার প্রেস্রুপ সনটা লিখে দেন তাহলে বড়ই ভাল झग्न !' স্পষ্টই বুঝিতে পার গেল তিনি আমার বিদায় ইচ্ছা করিতেছেন। ঐ অভূতপূৰ্ব্ব শব্দেব উৎপত্তি রহস্য আবিষ্কাবে আমার চিত্ত্বে যেটুকু কৌতুহল উদ্রিক্ত করিয়াছিল,—এ কথার পর –আমি সেটাকে দমন করিয়া লষ্টয়া, বিদায় লইয়া নীচে নমিয়া আসিলাম, এবং যথাবিহিত প্রেস্ক্রপসন লিপিয়া দিয়া বাড়ী ফিরিলাম । আমার ইচ্ছা ছিল পুনরায় জেনােরলের সহিত সাক্ষাৎ করিব । কারণ সকলবেল আমি তাহার অবস্থা খারাপই দেখিয়! আসিয়াছি, রোগীর বর্তমান ও অতীত জীবনের সমস্ত বিবরণ জানিবারও আমার ভারতী । অগ্রহায়ণ, ১৩২০ ইচ্ছা হইয়াছিল। শুধু সাধারণ কৌতুহল চরিতার্থতার জন্ত নহে, তাঙ্গব বর্তমান মানসিক ও শারীরিক দুৰ্ব্বলতা প্রভৃতির সহিত লক্ষণ মিলাষ্টয়া যতটুকু বেগ নিরাকবণ কবিতে পাবা যায়,-সেইটুকুই অমাব লক্ষ ছিল। কিন্তু আমাৰ ইচ্ছা পূর্ণ হয় নাই । o সেইদিনই সন্ধ্যার অব্যবহিত পূৰ্ব্বে জেনােরলের নিকট হইতে একথ{নি পত্র এবং বড় একম একটা “ফি” পাইলাম। পত্রে জেনারল হিথারষ্টন, আপনার সম্পূর্ণ সুস্থ ংবাদ দিয়া জানাইয়াছেন, যে দ্বিতীয়বাব আমাক সাহায্য র্তাহার অবশ্লাক হইল না । কমবাব হলের সেই অপূৰ্ব্ব পেয়ালি ভদ্রলোকটীব নিকট হষ্টতে এই একখানি মাত্র পত্রই অমাব প্রথম ও শেষ । আমার প্রতিবাসী ও বন্ধু বান্ধবেব অনেক সময় আমাকে সকৌতুকে প্রশ্ন করিয়াছেন যে জেনারলে আমি "পাগলেব লক্ষণ” কিছু দেখিতে পাইয়াছি কি না ?— আমি দ্বিধাশূষ্ঠ হইয়াষ্ট তাহদের বাক্যের উত্তব দিয়াছিলাম যে “ন,” ! তাহকে দেখিয়া এবং তাহার কথাবার্তা শুনিয়া এইটুকু আমি বুঝিয়াছিলাম যে তিনি লেখাপড়ার যথেষ্ট অনুশীলন ও চিন্তা করিয়া থাকেন, তিনি একজন বুদ্ধিমান, এবং বিদ্বান ব্যক্তি। তবে স্বাস্থ্য ভাঙ্গিয়া পড়িয়াছে, ধমনীগুলা শক্ত হইয়া গিয়াছে, অনুভবশক্তিও তুৰ্ব্বল। কি একটা বিপদ ঘটিবে এমনই আশঙ্কায় সৰ্ব্বদাই তিনি শঙ্কিত, কাতর ! 歌 (ক্রমশ: ) শ্ৰীক্টন্দির দেবী ।