পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/১৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬। শবং অল্প সংখ্যা শারীর স্বাস্থ্য-বিধান সংযোগে উহাদিগের বংশ বৃদ্ধি হইয় রোগ লইলে কিছু দিনের জন্ত ঐ রোগের আক্রমণ উৎপন্ন হয় । ৭। বাটীর মধ্যে বা চতুঃপাশ্বে কোনরূপ আবর্জন সঞ্চিত থাকিতে দিবে না । ইহাতে মাছির উপদ্রব হয় এবং মাছি দ্বারা কলেরার বীজ এক স্থান হইতে অন্ত স্থানে পরিবাহিত ও খাদ্য-দ্রব্যে সংলিপ্ত হইয়৷ 叱夺1 ৮। পয়ঃপ্রণালী, পাইখানা প্রভৃতি স্থান সৰ্ব্বদা ফেনাইল দ্বারা ধৌত করিয়া পরিস্কৃত রাখিবে। ৯। শরীর ও মন সৰ্ব্বদা সচ্ছন্দ ও প্রফুল্ল রাখিবার চেষ্টা কবিবে। কলের রোগীর সেবা করিবার প্রয়োজন হইলে কলেরা বেগকে কখন ভয় করিবে না । রোগ নিবারণের জন্য যে স্বাভাবিক শক্তি আমাদের শরীরে নিহিত আছে, শরীব ও মনের অবসন্নতা হেতু তাছা নিস্তেজ হইয়া যায়, সুতরাং এরূপ অবস্থায় আমাদিগের সহজেই রোগাক্রান্ত হইয় পড়িবার সম্ভাবনা । ১০ । অনেক সময়ে সোড ওয়াটর, লেমনেড, প্রভৃতি পানীয় দ্রব্য দুষিত জলে প্রস্তুত হইয়া থাকে। এই সকল পানীয় গ্রহণ করিয়া সংক্রামক রোগ উৎপন্ন হইতে দেখা গিয়াছে । বিশ্বস্ত কারখানায় প্রস্তুত হইলে এই সকল পানীয় গ্রহণ করিতে কোন আপত্তি নাই—তাহ না হইলে এ সময়ে এই শ্রেণীর পাণীয় গ্রহণ করা উচিত নহে । বরফ প্রস্তুত করিবার জন্ত অনেক সময়ে অপরিস্কৃত জল ব্যবহৃত হইয়া থাকে, সুতরাং এ সময়ে বরফ বিবেচনা পূর্বক ব্যবহার করাই কর্তব্য । »» 1 strintą "fri" (Inoculation) হইতে অব্যাহতি লাভ করিতে পারা যায়। " ইহাতে কোন অনিষ্ট সাধিত হয় না, সুতরাং মহামারীর সময়ে যাহার কলের রোগীর সংস্রবে আসিবে, অথবা বাটীর মধ্যে কলেরা রোগের আবির্ভাব হইলে সেই পরিবারস্থ লোকেরা, “টিকা” গ্রহণ করিলে, আত্মরক্ষা সম্পাদন ও রোগের পরিব্যাপ্তি নিবারণ, উভয় বিষয়েই সুফল লাভ হইতে পারে । Biłog o (Typhoid fever)—s otoরার স্থায় টাইফয়েড জরেও মল এবং মূত্রের সহিত রোগের বীজ শরীর হইতে নির্গত হইয়া যায়। মুতরাং কলেরার দ্যায় এই রোগেও মলমুত্রাদির সংক্রামকতা দোষ বিশোধক ঔষধের দ্বারা নষ্ট করিয়া উহাদিগকে দগ্ধ করিয়া ফেলিলেই রোগের পরিব্যাপ্তির আশঙ্কা থাকে না । সংক্রামকতা-দুষ্ট জল বা দুগ্ধ পান করিয়াই এই রোগের বিস্তার সংঘটিত হয়, সুতরাং কলের রোগে যেমন পানীয় জল, দুগ্ধ প্রভূতি উত্তমরূপে ফুটাইয়া পান করিবার ব্যবস্থা নির্দেশ করা হইয়াছে, ইহাতেও তাহাই প্রযোজ্য। অনেক সময়ে অবিরাম জর হইলে উহা টাইফয়েড, জর কি না, তাহ নিৰ্দ্ধারণ করা চিকিৎসকের পক্ষেও দুরূহ হইয়া উঠে। অধুনা রক্ত-পরীক্ষা দ্বারা কোন জর প্রকৃত টাইফয়েড, জর কিনা, তাহা নিৰ্দ্ধারিত হইতেছে। যাহা হউক, দুই তিন সপ্তাহ স্থায়ী অবিরাম জর হইলেই উহাকে টাইফয়েড, জর মনে করিয়া উহার ংক্রামকতা-দোষ নষ্ট করিবার জন্ত যে সকল ব্যবস্থার উল্লেখ করা হইয়াছে, তাছা (ایمپائپوغ