পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/১৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ایران را সু তরাং প্লেগের টিক যে সময়োপযোগী ও উপকারী, সে বিষয়ে অণুমাত্র সন্দেহ নাই। পুনঃ পুনঃ পরীক্ষাব দ্বাবা ইহার রক্ষণীশক্তি নিঃসন্দেহরূপে প্রমাণিত হইয়াছে । প্লেগের টিকা লইতে সাধারণ লোকে অত্যন্ত ভয় পাইয়া থাকে, কিন্তু এইরূপ আশঙ্ক করিবার কেনে কাবণ নাই । হাম, বসন্ত ইত্যাদি—১ । এই সকল রোগ স্পর্শ দ্বারা, অথবা বস্ত্র, শয্যা বা বায়ুদ্বারা বাহিত হইয়া সুস্থ ব্যক্তির শবীরে সংক্রামিত হইয়া থাকে । অতএব র্যাহাবা বোগীর সেবা করিবেন, তাহার ব্যতীত অপর কাহারও (বিশেষতঃ বালক বালিকাগণের ) কদাচ রোগীর গৃহে প্রবেশ করা উচিত নহে অথবা রোগীর বস্ত্র বা শয্যাদির সংস্পর্শে আসা অকর্তব্য। বাটীতে এই সকল রোগ দেখা দিলেই তৎক্ষণাৎ সুস্থ বালক বালি কাগণকে স্থানান্তরিত করা উচিত। র্যাহারা রোগীর গৃহে প্রবেশ করিবেন, তাহার একখানি মোট চাদর গায়ে মুড়ি দিয়া গৃহের মধ্যে যাইবেন এবং বাহিবে যাইবার সময় ঐ চাদরখানি রোগীর গৃহের বাহিরে রাখিয়া অন্যত্র গমন কবিবেন। বোগীব গৃহ হইতে বাহির হইয়া যাইবার সময় হস্তপদ সাবান জলে উত্তমরূপে ধৌত না করিয়া অন্তত্ত্ব গমন করা উচিত নহে । ২ । রোগীর বস্ত্র ও শয্যাদি বিশোধক ঔষধে নিমজ্জিত করিয়া পরে সাবান ও ফুটন্ত জলে উত্তমরূপে কাচিয় ধোপার বাটতে পাঠাইবে, নচেৎ সম্পূর্ণ অনিষ্ট ঘটবার সম্ভাবনা । এই সকল রোগ ধোপার বাটীর কাপড় দ্বাবা এক স্থান হইতে অন্ত স্থানে ভারতী অগ্রহায়ণ, ১৩২০ নীত হইয়া থাকে। আমাদের দেশে পূৰ্ব্বে নিয়ম ছিল যে যতদিন না রোগী আরোগ্য লাভ করে, ততদিন ধোপার বাটীতে কাপড় দেওয়া, ভিখারীকে ভিক্ষণ দেওয়া এবং পরিবারস্থ কহিরো কোন স্থানে সামাজিক উৎসব উপলক্ষে গমন করা নিষিদ্ধ। ইহা দ্বারা রোগের পরিব্যাপ্তি অনেকাংশে নিবারিত হইত। কিন্তু বস্ত্রাদি বিশোধক ঔষধ দ্বারা দোষশৃষ্ঠ করিয়া ধোপার বাটী পাঠাইলে এই প্রাচীন প্রথার উপকারিতা অধিক পরিমাণে লাভ করিতে পারা যায়। ৩। যে পরিবারের মধ্যে এই সকল ংক্রামক রোগ দেখা দিবে, সেই বাটীর বালক বালিকাগণ:ক বিদ্যালয়ে প্রেরণ করা একান্ত অকৰ্ত্তব্য । এই বিষয়ের অনবধানতা প্রযুক্ত বিদ্যালয় হইতে অনেক সময়ে হাম, পীনবসন্ত প্রভৃতি রোগের পরিব্যাপ্তি সংঘটিত হইয়া থাকে । ৪ । যে বাটীতে বসন্ত রোগ দেখা দিয়াছে, সেই পরিবারের সকলেরই টিকা (Vaccination) rigoi o Kočas বাটীর মধ্যে যদি ১ মাসের শিশুসন্তানও থাকে, তথাপি তাহার ও সেই সময়ে টিকা দেওয়া কৰ্ত্তব্য। কিছুদিন পূৰ্ব্বে টিকা হইয়াছে বলিয়া এ সময়ে নিশ্চিন্ত থাক! কদাচ উচিত নহে । যাহার রোগীর সংস্পর্শে আসিবে, তাহার, এমন কি, প্রতিবাসীরা পর্য্যন্ত টিকা লইলে, রোগের পরিব্যাপ্তি সবিশেষ নিবারিত হইয়া থাকে । ৫ । এই সকল রোগে যখন “ছাল” উঠতে থাকে, তখনই উঃাদিগের সংক্রামকতাদোষ প্রবল ও চতুদিকে পরিব্যাপ্ত হইতে