পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/১৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৭শ বর্ষ, অষ্টম সংখ্যা বন্দোবস্ত করে দেন ও অর্থের সাহায্য করেন। পরে ছুটিতে বিলাত যাবার সময় বালকটিকে সঙ্গে নিয়ে যান -বিলাত গিয়ে গোবিন্দ কেম্বিজ যুনিবসিটিতে অধ্যয়ন করেন। সেখানে সম্মানেৰ সহিত অঙ্কের পরীক্ষায় উত্তীর্ণ হন। দেশে ফিরে এসে অনেক চেষ্টার পর তিনি পুণার দক্ষিণ কলেজে অধ্যাপক নিযুক্ত হন, এবং সেই পদেই জীবনের মধ্যাহ্ন অতিবাহিত করেন । অতি অল্প বয়সেই তিনি বিপত্নীক হন ও পুনবায় কখনো দারপরিগ্রহ করেন নি। র্তার স্ত্রীর মৃত্যুর কথা জিজ্ঞেস করলে ছেলেদের বলতেন—“সে খবর পেয়ে আমি মূৰ্ছা যাই।” আর তার গুটিকয়েক দাতের অভাব সম্বন্ধে প্রশ্ন করলে বলতেন স্ত্রী ভেঙ্গে দিয়েছে । কিন্তু প্রকৃত পক্ষে তার সেই বাল্য-সঙ্গিনীকে অস্পষ্ট ছায়ার স্থায় মনে আছে মাত্র, তা অন্ত সময় স্বীকার করতেন। পরে এক সময়ে কোন স্বদেশিনীর পাণিগ্রহণের প্রস্তাব কবে প্রত্যাখ্যাত হন। C# of Azor. “I had a narrow escape—The girl was so volatile and changeable.” বিলাতে সাহেবকে সন্তুষ্ট করবার জন্তই চোক্ কিম্বা যে কারণেই হোক, তিনি খৃষ্টান হয়েছিলেন । ধৰ্ম্ম সম্বন্ধে তার আন্তরিক বিশ্বাস কি জানি না কিন্তু পোষাক ও আচার অভ্যাসে সাহেব হলেও তিনি মনে মনে অনেক বিষয়ে স্বদেশী, এবং পুণার হিন্দুসমাজের অনেকেই তার অন্তরঙ্গ বন্ধু । বিশেষতঃ স্বদেশী সঙ্গীতের তিনি যথার্থ অনুরাগী ভক্ত । তার উদ্যোগে আমার বোম্বাই প্রবাস సి ఉb আমব বোম্বাই অঞ্চলেব অনেক ভাল গাইয়ের গান শুনেছি। গান শুনতে শুনতে তিনি যেরূপ উৎসাহে মত্ত হয়ে বাহবা দিতেন, এবং নানাবিধ অঙ্গভঙ্গী দ্বাৰা আহলাদ প্রকাশ করতেন, তা দেখে হাস্য সম্বরণ করা দুষ্কর হয়ে পড়ত। র্তাব নিজের বেশ সুরজ্ঞান আছে, গলাও ভাল । কিন্তু হলে কি হবে, কোন গানের তুগাইন, কোন গানের আস্থায়ী মাত্র গেয়ে হুঙ্কার দিয়ে শেষ করে দেন, অর্থাৎ তার বিদ্যা ঐ পর্যন্ত । এক একটা তান কিছুদিন পর্য্যন্ত র্তার মুখে লেগে থাকত, তার পরে থেমে যেত । আমাদের একেলে বাঙ্গল গান বা গলা তার পছন্দ হত না এবং আমাদের মধ্যে যাদের ভাল গাইয়ে মনে করি তাদের ও গান শুনে তিনি ব্যঙ্গ সহকারে নকল করতেন, ও বলতেন “সপ্ত সুরের” তোমরা কিছুই জান না। আমাদের পরিবারকে তিনি আরো নানা প্রকার ঠাট্ট qosi “Just like the Tagore different করতেন । family they make ten engagements at the same time.” ইত্যাদি । র্তার নিকট-আত্মীয়স্বজন যদি কেউ থাকে, তাদের কাউকে আমরা দেখিনি, তবে গুনেছি বটে যে বিপদ আপদে তাদের সাহাষ্য করেন । নিজেই বলতেন ষে তাদের আমি নিয়মিত টাকা পাঠাই, বলে দিয়েছি যে আমার কাছে এসে কেউ জালাতন করো মা ! মুখে যাই বলুন পরদুঃখে তিনি কাতর আর দানে মুক্তহস্ত, আমাদের কোন জামাতাকে নতুন বিবাহের পর দেখে তাকে আড়ালে নিয়ে গিয়ে প্রথম প্রশ্ন এই করলেন যে