পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/২১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ハ○ ৩৭শ বর্ষ ] পৌষ, ১৩২০ [ ৯ম সংখ্যা বাগদত্ত। (88) অত্যন্ত উত্তেজনার পরেই একটা গভীব অবসাদের আক্রমণ অনিবাৰ্য্য। যুদ্ধের সময় যতটুকু উদ্দীপনা সৈনিক হৃদয়ে স্থান লাভ করিয়া তাহাকে যুদ্ধে প্রবৃত্ত করে যুদ্ধ জয়ের পর সেরূপ থাকে না, তখন হয়ত শোণিতপ্লাবিত রণভূমের ভয়ানক দৃষ্ঠ তাহার কম্পিত জয়োল্লাসের মধ্যে একটা অতি তীব্র অনুশোচনী জাগাইয়া তোলে। শচীকাস্তের অবস্থা প্রায় এইরূপই দাড়াইয়াছে । বরবেশে গাড়িতে বসিয়া সে কেবল উদভ্ৰান্ত দৃষ্টিতে গতিশীল বহিজগতের দিকে চাহিয়া রহিল। পৃথিবীটা যেন প্রলয়ের স্বচনা লইয়া মহাবেগে ছুটতেছে ;–পথঘাট, গাছ ধূমাস্পষ্ট জলাভূমি সব সেই বেগের সহিত ছুটিয়া চলিয়াছে ! সে চমকিয় চক্ষু মুদ্রিত করিল, নিজেও যেন সে কাহার কঠিন মুষ্টি মধ্যে ধৃত হইয়া তেমনই বেগে আকৃষ্ট হইতেছিল,—থামিবার শক্তি নাই ! গাড়ি হইতে নামিয়া ষ্টেশনে প্রবেশ করিতে দুইটা গলিসের লোককে তাহার দিকে চাহিতে দেখিয়া সে সহসা কঁাপিয়া উঠিল,—তাহারা যেন তাহাকে ধরিবার জন্তই কাহার দ্বারা নিযুক্ত হইয়া অপেক্ষা করিতেছে—এইরূপ যেন সহসা তাহার মনে হইল। গোশকটমাত্র বরের জু) অপেক্ষা করিতেছিল—সে গাড়িতে ন উঠিয়া তাড়াতাড়ি সরিয়া আসিয়া ষ্টেশনের একটা থাম ধরিয়া দাড়াইল । হিমে থামটা শীতল হইয়া রহিয়াছে, তাহার ললাটের ঘৰ্ম্ম যেন অকস্মাৎ সেই শীতলম্পর্শে জমিয়া আসিল, শিশির ডাকিল *এসে হে বর ” শচীকান্ত তাহার অসহায় দৃষ্টি কোনমতে তাহার দিকে ফিরাইল “এখনও এ বিয়ে বন্ধ করা যায় না শিশির ?” “পগল !” “শোন শিশির,--না ভাই চেষ্টা কর, কাজ নাই—কি জানি কি উচিত ঠিক বুঝতে পরিচিনে যে ।” শিশির একটা তামাসা করিতে গিয়া তাহার মুখের দিকে চাহিয়া স্তম্ভিত হইল, সবিস্ময়ে শুধু তাহার হস্তাকর্ষণ করিয়া বলিল “অসুস্থ বোধ কর তো এসে গাড়িতে একটুওয়ে পড়ে - সেরে যাবে।”