পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/৩৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৭শ বর্ষ, দশম সংখ্যা পূৰ্ব্বদিকস্থ তাকৎ-ই-বাহি নামক সজারামের খননকাৰ্য্যও তিনি পরিদর্শন করেন। এই স্থানে তিনি শাক্যমুনির ছয় বৎসর কঠোর তপস্যাকালীন যে অস্থিকঙ্কালসার প্রতিমূৰ্ত্তি প্রাপ্ত হইয়াছিলেন, ভারতীর পাঠ কবর্গের সম্মুখে তাহ উপস্থিত করিলাম। ১৯০৮ হইতে ১৯০৯ সা-জিকা ঢেবীর ఇ গৌতম ( ছয় বৎসর তপস্কাস্তে ) (ডাক্তার পুনার কর্তৃক আবিষ্কৃত প্রত্নতত্ত্ববিং ডাক্তার পুনার לצצצ খনন কার্য্য চলিতে থাকে এবং ১৯০৯ সনের মার্চ মাসে কণিক্ষরণজনিৰ্ম্মিত আধার ७थांशुं श्रु७ब्रां यांग्र । ७ई श्रांक्षां८ब्रहे वृक्षtर्मtवम দেহাবশেষ আবিষ্কৃত হয়। গবর্ণমেণ্ট এই আধার ও দেহাবশেষ বৰ্ম্মার বৌদ্ধগণকে প্রদান করিয়াছেন। বর্তমানে উহ! মান্দালয়ে রক্ষিত হইয়াছে । -> 2 సె రి సె - :సి 6 U ডাক্তার পুনার সারিবাহলে অনেকগুলি মূৰ্ত্তি প্রাপ্ত হন । তন্মধ্যে দুইটি প্রকাগু বুদ্ধমূৰ্ত্তি বিশেষরূপে উল্লেখযোগ্য। এইরূপ বৃহদাকারের বুদ্ধমুক্তি ইতঃপূৰ্ব্বে আর আবিষ্কৃত হয় নাই । ১৯১১ ও ১৯১২ সনে মজঃফরপুরের অন্তঃপাড়ি বাসারা নামক স্থান খনন করিয়া তিনি অনেকগুলি মোহর প্রাপ্ত হন। খৃষ্টীয়পূৰ্ব্ব তৃতীয় শতাব্দী হইতে খৃষ্টপূৰ্ব্ব সপ্তম শতাব্দী পৰ্য্যস্ত সময়ে এই মোহরগুলি প্রস্তুত হইয়াছিল। প্রত্নতত্ত্ববিদগণের মতে গুচিীন বৈশালী এই স্থানেই অবস্থিত ছিল । ১৯১৩ সনে বোম্বাইয়ের কোটিপতি রতন টাটা মহোদয় প্রাচীন স্থানসমূহ খননের জন্ত