পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/৩৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3 - ఫి বাস্থাদিতে সুনিপুণ! তিনি কেবল উত্তম যন্ত্র-বাদক নহেন, একজন উৎকৃষ্ট গায়ক। র্তাহার রচিত অনেক গান জাতীয় উংসবে ও সভাসমিতিতে গীত হইয়া থাকে। সম্রাটের সাধের বজরাটর নাম ‘হহেন ভলোরন । গানের আসব এইখানেই সাধারণতঃ জমে, অ.নক হাসি তামাসাও হইয়া থাকে। একদিন গ্রামোফন চলিতেছে সম্রাট আনমনা হইয়া সামবিক কার্য্যের আলোচনায় প্রবিষ্ট আছেন । এমন সময় অলক্ষ্যে এক জেনারেল রেকর্ড বদলাইয়া দিলেন । হঠাৎ যখন সেই গানের স্বর বাহির হইল তখন সম্রাট বলিয়া উঠিলেন, “What a डtअठौ মাঘ, ১৩২৬ horribl> m »;s:” ; *fsifé <ş•ğ5fätt«ş রচয়িতার নাম জিজ্ঞাসা করিলেন । হাসি চাপিয়া অনুচর জানাইল যে, গাণটি সম্রাটেরই রচনা । সম্রাট খুব খানিকট হাসিয়া লইয়া রেকর্ডটি টানিয়া ফেলিয়া দিলেন। জৰ্ম্মান সম্রাটের পৌরুষেয় ভাব বা ব্যক্তিত্ব জগংবিদিত । সত্য বলিতে কি তাহার মধ্যে এমন কোন খুৎ নাই, যাহা না কি মন্ত্রী অথবা সেক্রেটারীবর্গের মস্তিষ্ক প্রস্থত কল্পনা দ্বাবা সংশোধিত হইয়া আসিতেছে। রাজনৈতিক চর্চায় আপন ভ্রাতা প্রসিয়াধিপতি হেনরী সময় সময় সে সকল বিরুদ্ধ অভিমত প্রকাশ করেন সম্রাট তাহাতে ক্রুদ্ধ না হইয়া নীর পরিত্যাগপূৰ্ব্বক তাহার ‘হোহেন ভলের বজরায় সম্রাট ও কস্ত, লেসি। ‘ · 像 সার গ্রহণে যত্নবান হন । সুদুরে পাশ্চাত্য প্রদেশে রমণীর প্রভূত ক্ষমতা ! কিন্তু কেইসার ইহার সম্পূর্ণ বিরোধী ! জৰ্ম্মান দেশে সেই জন্তই রমণীর ক্ষমতা লণ্ডন অপেক্ষা অপেক্ষাকৃত অনেক কম। কঠোর স্বরে সম্রাট বলিয়া থাকেন যে, স্ত্রী স্বাধীনতা তাহার অসহ, বিশেষ রাজনৈতিক আলোচনায় ! বলা বাহুল্য এ বিষয়ে অনেক সময় সাম্রাজ্ঞী এবং প্রাণপ্রিয়া কস্তাও অনুরোধ করিতে যাইয়া নিরাশ হল । বাকিংহাম রাজপ্রসাদে