পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/৪৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

శిలిశి নামের উল্লেখ দ্বারা ইহার তীরদেশই ধে আর্য্যদিগের আদি উপনিবেশের স্থান ছিল তাহা স্পষ্টই প্রমাণিত হয় । পারলি গণ সৰ্ব্বশেষ ভারতীয় অ{ৰ্য্যগণ হইতে বিচ্ছিন্ন হন ইহাই ঐতিহাসিক সিদ্ধান্ত । তদ্রুপ ইহাও ঐতিহাসিক সিদ্ধান্ত যে পাশ্চাত্য আর্য্যগণ তৎপূৰ্ব্বেই বিচ্ছিন্ন হইয়া যান । পাঞ্জলিক ও পাশ্চাত্য আর্যগণ আর্যাদিগকে প্রাগুক্ত পঞ্চ (পঞ্চজন) বা সপ্ত ( সপ্তমানুষ ) জাক্তিরই যে অন্তর্গত জাতি ছিল তাহাতে যে অল্প সন্দেহেরই কারণ বিদ্যমান আছে তাঃ। পূৰ্ব্বেই প্রতিপাদিত হইয়াছে । পূৰ্ব্বোক্ত বিচ্ছেদের পর অবশিষ্ট আর্যগণ ভারতবর্ষে প্রবেশ করতঃ তাহাদিগের প্রথম ভারতীয় উপনিবেশকে র্তাহীদের জাতীয় নামানুসারে " আর্য্যাবর্ত’ নামে আখ্যাত করেন । এই প্রকারে আপনাদের নূতন বাস স্থানের সহিত র্তাহীদের প্রাচীন জাতীয় : নাম সংগ্রথিত করিয়া আমাদের পুৰ্ব্বপুরুষগণ ‘আর্য’নামকে চিরস্মরণীয় করিয়া রাখিয়াছেন। পূৰ্ব্বোক্ত ‘আর্য্যাবর্ত’ নামেব দ্বারা আর্যদিগের প্রধান ও শ্রেষ্ঠভাগই যে ভারতবর্ষে প্রতিষ্ঠিত হইয়াছিল তাহা অনুমিত হয়। "আর্য্যাবৰ্ত্তেব” সহিত আমরা "আৰ্য্য” নামের যেরূপ স্পষ্ট সংযোগ দেখিতে পাই এরূপ আর অন্তু কোনও স্থানের নামেব সহিতই পাই না । हेश, श्tङ उॉब्रउँौन श्रार्थनिरश्रम भूल शन পঞ্চক্ষিতি বা পঞ্চকষ্ট’ই যে সকল আর্ঘ্যেরই মূল স্থান ছিল তাহ আমরা স্পষ্টই বুঝিতে পারিতেছি । যে সমস্ত পুরাতত্ত্ববিৎ পণ্ডিত স্কন্দনভীয়াকে ভারতী शगंख्च, २७१४ (Scandinavia ) stiftsin in eta বলিয়া প্রতিপন্ন করিতে চাহেন, তাহার স্কনীনভীয় ভাষার দ্বারা এক Aryan বা আর্য্য নামের ব্যাখ্যাই দিতে পারিয়াছেন কি না জানি ন কারণ এক সংস্কৃত ভাষা ব্যতীত আর কোন ভাষাতেই ইহার মূল এরূপ স্পষ্টরূপে লক্ষিতব্য নহে। ভাষাতত্ত্ববিৎ পণ্ডিতেরা ইহার যে মূলের সন্ধান করিয়াছেন তাহীও সংস্কৃত ভাষার সাহায্যেই করিতে পারিয়াছেন । বিশেষতঃ আর্যাদিগের আসিয়ায় আদিনিবাস সম্বন্ধে অনাস্থাবান্‌ পাশ্চাত্য পুরাতত্ত্ববিৎ পণ্ডিত আইজাক্ টেলার ও, তদীয় ‘আর্য্য আদিনিবাস’ (The origin of Aryans ) নামক গ্রন্থে স্কনানভিয়াকে । আৰ্য্যদিগের আদিবাসের উপযোগী বলিয়া বিশ্বাস করিতে পারেন নাই । যথা— “It is difficult to believe that a sufficiently extensive area for the growth of such a numerous people can be found in the forest clad valleys of Norway and Sweden, which moreover are unadapted for the habitation of a nomad pastoral people such as the primitive Aryans must have been.” The Origin of Aryans by Isaac Taylor. pp. 46–47. “নরওয়ে ও সুইডেনের অরণ্য পরিবৃত উপত্যকায় যে এরূপ বিপুল জনসজেবর বৃদ্ধির জন্য যথেষ্ট বিস্তৃত ক্ষেত্র পাওয়া যাইতে পারে তাহা বিশ্বাস কর কঠিন । অধিকন্তু উক্ত উভয় দেশই পশুপালক ভ্রমণশীল আদিম আর্য্যজাতির অধিবাসের অনুপযোগী ।” আর্য্যদিগের আমরা যে "পঞ্চজন’ ও ‘’ *গপ্রমানুষ’ এই দুই প্রাচীনতম শ্রেণী বিভাগের কথা উপরে উল্লেখ করিয়াছি তাহার মুস্পষ্ট নিদর্শনও আমরা সংস্কৃত ভাষাতেই eांशुं झहे । ‘भांछूपै' *कप्रैौ ‘भष्ट्रश' श्रृंर्षांtग्नब्र