পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

wֆ Ե সন্তরণ-প্রতিদ্বন্দ্বি তা বড় রকমের এক একটা আঘাত অসিয অনেক সময় যে আমাদের নিদ্রা ভাঙ্গিয়া দেয়, অল্প কিছুদিন পুৰ্ব্বে শিবপুর দুর্ঘটনাতে আমরা ইহার একটি দৃষ্টান্ত পাইয়াছি। কলিকাতার বহু যুবক গঙ্গাতীরে বাস করিয়াও এবং অসংপ্য নদনদীপ্রাবিত বঙ্গদেশে জন্ম লাভ করিয়াও যে সংরণ বিদ্যায় অপটু, একদিন গঙ্গাবক্ষে একদল যুবক প্রাণ বিসর্জন করিয়৷ একথা আমাদের মৰ্ম্মে মৰ্ম্মে বুঝাইয় দিয়াছে। সেদিন যখন গোলদীঘিতে সন্তবর্ণপ্রতিদ্বন্দ্বিত দেখিতেছিলাম, তখন তাহীদের কথাই মনে হইতেছিল। সম্বরণ প্রতিদ্বস্থিত বোধ হয় কলিকাতায় এই সৰ্ব্ব প্রথম। যুরোপ ও আমেরিকার বিশ্ববিদ্যালয়ে দেপিয়ছি যে যুবকগণ কেবলমাত্র পুথি পড়িয়াই শিঙ্গার ভাবতী কাৰ্ত্তিক, ১৩২০ অধ্যায় শেষ করেন না ; মানুষ হইতে হইলে যতগুলি সাধারণ বিদ্য অর্জন করা প্রয়োজন, তাহী লাভ করিতে সচেষ্ট হন। সস্তরণ, অশ্বারোহণ, নৌপরিচালন, প্রভৃতি শিক্ষা করিবার জন্য ইহীদের অদম্য উৎসাহ ! সৰ্ব্ব প্রকার খেলা থেলিতে পারী, শিকার করিতে জান, ইহুদের শিক্ষার এক এক অঙ্গবিশেষ । আমাদের দেশে সম্প্রতি এই সকলদিকে দৃষ্টি পড়িয়ছে, ইহ শুভ লক্ষণ সন্দেহ নাই। আমাদের ভূপেন্দ্রনাথ বহু মহাশয়েব ভ্রাতুষ্প ত্ৰ শ্ৰীযুক্ত শৈলেন্দ্রনাথ বহু একরূপ ঝপি স (তবে পুরস্কার প্রাপ্ত হইয়াছেন। এ স" তবে তাহব কোন প্রতিদ্বন্দ্বীই ছিল না । তারও কযে় জন বাঙ্গালী যুবক দ্বিতীয় তৃতীয শ্রেণীর পুরস্কার পাই যাছেন শুনিয়| অমর অতিশল আহিলাদিত হইযক্তি । ঐযুক্ত শৈলেন্দ্রনাথ বসু বাপ দিতেছেন