বিষয়বস্তুতে চলুন

পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/১৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৮শ বর্ষ, অষ্টম সংখ্যা মিঃ স্পেনীং জল্প ፃ¢ቖ» গাড়ীতে যাইয়া উঠিলেন। কিছুক্ষণ পরে গাড়ী ডেরিংহাম ষ্টেসনে আসিয়া পৌছিল । তিনি দেখিলেন ষ্টেসনটি সুন্দর পতাকা ও লতাপাতায় সাজানো হইয়াছে ; নগরের গণ্যমান্ত ব্যক্তিগণ প্লাটফৰ্ম্মের উপর দাড়াইয়া কাহার আগমন প্রতীক্ষা করিতেছেন। মিঃ স্পেনীং খানিকক্ষণ অব্যবস্থিত্তভাবে দাড়াইয় রছিলেন। তিনি এই প্রথম আসিয়াছেন, কোনদিকে যাইবেন কিছু ঠিক করিতে পারিতেছিলেন না। এমন সময় একজন বৃদ্ধ ব্যক্তি বোধ হয় নগরাধ্যক্ষ ( মেয়র ) ধীরে ধীরে তাহার নিকট উপস্থিত হইলেন এবং যথাযোগ্য সম্ভাষণ করিয়া জিজ্ঞাসা করিলেন,— “আপনার নামই বোধ হয় লর্ড কালটন (” হঠাৎ একটা ফন্দী মিঃ স্পেনীর মাথার ভিতর থেলিয়া গেল। তিনি এক দুঃসাহসিক কাৰ্য্য করিতে স্থির করিলেন । তিনি স্পষ্ট করিয়া কিছু বলিলেন না বটে কিন্তু এমন ভাব দেখাইলেন যেন তিনিই লর্ড কার্লটন। সকলে তাহাকে অভ্যর্থনা করিয়া সভামগুপে লইয়া গেল। ভিত্তি স্থাপনার কার্য্য শেষ হইয় গেলে, তিনি সমবেত ভ্রমণ্ডলী ও ংবাদদাতাগণের সম্মুখে এক মুন্দর বক্ততা করিলেন। শ্রোতৃবর্গ ঘন ঘন করতালি দিতে লাগিল। বক্ত তার শেষ অংশ সকলের মনকে এখানে প্লাটফৰ্ম্মে —“আপনার নামই বোধ হয় লর্ড কার্লটন ?" বিশেষভাবে আকৃষ্ট করিয়াছিল। সেটুকু আমরা নিয়ে উদ্ধৃত করিয়া দিলাম,— “नम८वङ उझभश्णिl ७ भtशांमग्नशं५ ! এইরূপ দাতব্য চিকিৎসালয়ের প্রতিষ্ঠার এখনও দরকার আছে বলিয়া বোধ হইতেছে, কিন্তু আর দুদিন বাদে ইহাদের কোনো প্রয়োজনীয়তা থাকিবে না ! তখন ইহা অতীতের স্মৃতিস্বরূপ আমাদের মানসপটে অঙ্কিত থাকিবে। সেদিন আসিবার আর বেশী বিলম্ব নাই! মানুষের ক্ষমতা ও বুদ্ধির শ্রেষ্ঠ বিকাশের ফলস্বরূপ পারকিনের সরলভেদী বটিকার স্বষ্টি হইয়াছে, তাঙ্কারই কথা আমি বলিতেছি, তাহা আপনার বোধ इब्र cद* दूक्टिङ गाब्रिटङरहन ।। ७हे सेवषब्र নাম আপনার অবগুই গুনিয়া থাকিবেন। এই অদ্ভুত আবিষ্কার সকলেই শতমুখে প্রশংসা করিতেছে । ইহা চিকিৎসা জগতে যুগান্তর উপস্থিত করিয়াছে। ইহার শেষ ফল যে কি হইবে, তাহা কেহই বলিতে