পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/২৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

भिम गोथा। নিতে লাগিলেন। ফলে রুবিয়া ও জৰ্ম্মণির নিরন্ত ভাঙ্গিয়া গিয়া শীঘ্রই শক্রতায় এবং eয় ও জৰ্ম্মণির শত্রুত মিত্রতায় পরিণত হইল। সুতরাং বর্তমান ব্যাপারে কুষিয়ার নিকট বিপদাপন্ন হওয়া জৰ্ম্মণির সহায়তা লাভে সমর্থ হইয়াছেন। (8) ফ্ৰান্স ও জৰ্ম্মণি মাত্র ১৮৭০ খৃষ্টাব্দে প্রসিয়া এবং তদন্থচারী জৰ্ম্মণ রাজ্যগুলি কর্তৃক ফ্রান্স পরাজিত হইয়াছিলেন। তাহার ফলে আলসাস ও লোরেন নামক দুইট প্রদেশ তাহার অধিকারচু্যত হয়। ঐ দুই প্রদেশের প্রজা ফরাসিভাষী হইলেও বিদেশী জৰ্ম্মণের অধীনতা স্বীকার করিতে বাধ্য হইল । তখন ফ্রান্সের দুরবস্থা ও অপমানের সীমা রহিল না। এদিকে সমস্ত জৰ্ম্মণ রাজ্যসমুহ প্রসিয়ার প্রাধান্তে এক বিশাল যুক্তরাজ্যে পরিণত হইল। সেই ফুর্দিনে ফ্রান্সেব মিত্ররাজ্য ইউরোপে কেহই ছিল না । কিন্তু কালক্রমে রুষিয়ার সহিত জৰ্ম্মণি ও অষ্ট্ৰীয়ার সৌহৃদ্য ঘুচিয়া গেল। তখন ফ্রান্স ও রুষিয়া জৰ্ম্মণিকে উভয়েরই শক্ৰ বোধ করিয়া পরম্পর মিলিত হইলেন। তাহাদের মধ্যে আত্মরক্ষামূলক একটি if (defensive alliance ) Hotfors হইল। এই সন্ধির উদ্দেশু ফ্রান্স আর কোন শক্তিকর্তৃক আক্রান্ত হইলে রুষিয় সাহায্য করিবেন এবং রুযিয়া আক্রান্ত হইলে ফ্রান্সও তথাবিধ সাহায্য করিবেন । ইহাকেই Dual Alliance ore I of its afo दर्द्धबांन हेॐ८ब्रांनौग्न जभन्न vసిపి & Dual Alliance sits afote জৰ্ম্মণি ও রুষিয়ার যুদ্ধ সম্ভাবন হইবা মাত্র ফ্রান্সও সমরে লিপ্ত হইলেন । ( t ) ইংলণ্ডের কথা গত শতাব্দির শেষ পর্যন্ত ইউরোপীয় ব্যাপারে ইংলগুকে সচরাচর নির্লিপ্তই দেখা știi | Rēftē policy of non intervenকহে । সাৰ্দ্ধশত বৎসরের মধ্যে ইউরোপ ভূখণ্ডে সৰ্ব্বসমেত ৫টী মহারণ ংঘটিত হইয়াছে। কিন্তু ইহাদের কোনটাতেও ইংলণ্ড প্রত্যক্ষভাবে যোগদান করেন নাই। তাহার কারণ এই যে এই ঘটনাবলির কোনটীতে ইংলণ্ডের স্বার্থ ( interests ) বা সন্মান ( prestige ) প্রতিহত হয় নাই। ১৮৭০ খৃষ্টাব্দে যখন জৰ্ম্মণি ইউরোপ ভূভাগে আপন প্রাধান্ত স্থাপন করিলেন তখন ইংলণ্ড কোন বিপরীত চেষ্টা করা সঙ্গত মনে করেন নাই। ক্রমশঃ ইউরোপে দুইটা দল গঠিত হইল। একদিকে জৰ্ম্মণি *śl s : bif (Triple Alliance ) এবং অপরদিকে ফ্রান্স ও রুষিয়া ( Dual Alliance)। ইংলণ্ড নিরপেক্ষ রাষ্ট্র হইলেও জৰ্ম্মণি অষ্ট্ৰীয় ইটালিরই কিছু পক্ষপাতী ছিলেন বলিয়া বোধ হয়। তাহার কারণ তৎকালে ফ্রান্স ও রুষিয়ার সহিতই তাহার ক্রমাগত সংঘর্ষ উপস্থিত হইত। ফ্রান্সের সহিত সংঘর্ষের প্রধান কারণ মিসর দেশে ইংলণ্ডের অধিকার। রুষিয়ার সহিতও সেইরূপ আফগানিস্থান, চীন ও প্রশান্ত মহাসাগর সংক্রান্ত নানাবিধ বিবাদ উপস্থিত tion