বিষয়বস্তুতে চলুন

পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/৩৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

含仓8 থেকে আমিই শুধু পড়ব না, তোমাদেরকেও পড়াব। তোমাদের পড়তে হবে। গিরি বলিলেন—ছি, মেয়েমানুষের কি পড়তে আছে ? মেয়েমানুষে পড়লে বিধবা হয়, কলঙ্কিনী হয়। এই বলিয়া তিনি অর্থপূর্ণ দৃষ্টিতে মালতীর দিকে চাছিলেন। এবং গিরির দৃষ্টির অনুসরণ করিয়া সকলেই মালতীর দিকে চাহিল । মালতী চকিতে একবার বিপিনের দিকে করুণ দৃষ্টিতে চাহিয়া মাথা মত করিয়া বিনির হাত দুখানি । নিজের মুঠির মধ্যে চাপিয়া ধরিল ৷ বিপিন মায়ের দিকে অমুযোগের দৃষ্টিতে চাহিয়া বলিল-মেয়েমানুষ লেখাপড়া শিখলেই বিধবা হয়, খারাপ হয়, এ কথা তোমাদের কে বল্পে ? এই যে কলকাতার সব মেয়েরাই প্রায় লেখাপড় শিখছে, পুরুষেরাই ত শেখাচ্ছে ? পুরুষেরা কি তাহলে আত্মহত্য করবার অস্ত্র তৈরি করচে ? জয় বলিল—যার মানে না তাদের হয় शांब्र! मीtन उi८ण झे श्ध्न । বিপিন হাসিয়া বলিল—তবে ত সোজ উপায়ই রয়েছে, তোমরাও মেনে না । , গিন্নি বলিলেন-ন না, ওসব অনাচার আমাদের ছিঁড়দের সয় না – ঐ ত ছোট ঠাকুরপো কিছু মানতেন না, ছোট বেীকে ত লেখাপড়া শেখাচ্ছিলেন। তাতে ছোটবৌয়ের ভালোটা কি হল? লেখাপড়া শিখে করবেই বা কি ? জমিদারিও দেখতে হবে ন, চাকরীও করতে হবে না। আরো | || লেখাগুড়া শিখে অনেক মেয়েই খিষ্টান . বিবি হয়ে বাস্থ, চেয়ারে বলে, বই মুখে छब्रडी শাঘ, ১৩২১ দিয়ে কাজ কৰ্ম্ম ভুলে যায়, রান্নাবান্ন৷ ঘরকল্প তখন ভাড়কের দাসদাসীর হাতে ওঠে, আর এদিকে ভিটের ঘুঘু চরগর জোগাড় হয় । যার ঘরকন্ন করবে, দুবেল। হঁাড়ি ঠেকবে তাদের লেখাপড়ার দরকার কি ? বিপিন বলিল—ই, রান্নাবান্ন ঘরকন্ন৷ করাই মেয়েদের প্রধান কাজ বটে, কিন্তু লেখাপড়া জেনে ঐসব করলে আরো ভালো করে করতে পারে ; ছেলে পুলেদের সুপথে স্বভাবে পালন করতে পারে । তুমি বলছ লেখাপড়া শিখলে কেউ ঘরকল্পার কাজ করে না ; কিন্তু এটা কি ঠিক কথা হল ? যারা করে না তারা না শিখেও কবে না । বড়লোকের, ঘরের মেয়ের লেখাপড়াও শেখে না, কাজকৰ্ম্ম৪ করে না । তোমার বাড়ীতে ত এতগুলি মেয়ে আছে, কে কত কাজ করছে ? রাতদিন লোকের কুৎসাই আলোচনা হচ্ছে । কিন্তু লেখাপড় শিখলে তবু একটা ভালো অবলম্বন ত পায় । আর ७धू कि उहेि, भने दफू इग्न, कङ लिएक চোক খুলে যায়, এখন যেসব ব্যাপারের কোনো মানে বোঝে না, লেখাপড়া শিখলে তার মধ্যে কত আশ্চৰ্য্য অর্থ দেখতে পায় ; লেখাপড়া শিখলে মন চিন্তা করতে শেখে ; আসল ধৰ্ম্ম কি, মঙ্গল কিলে তা চিনে নিতে পারে ; মন পবিত্র হয়, উন্নত হয় ; আর কত বলব। আর জমিদারী দেখা, চাকরি করা ?—দরকার ছলে তাও স্বচ্ছন্দে করতে পারে। এই ধর মালতীর মতন যার কেউ নেই তার পরের বাড়ীতে উঠতে বসতে গঞ্জন সঙ্গর চেয়ে স্বাধীন ভাবে নিজের অল্প নিজে উপাৰ্জন করা