পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৮৭ বর্ষ, সপ্তম সংখ্যা তেমন হইত না। সচরাচর গান বাধিয়া তাহাতে স্বর সংযোগ করাই প্রচলিত রীতি, কিন্তু ই হাদের এক উন্ট পদ্ধতি ছিল। সুরের অনুরূপ গান তৈরি হষ্টত । " স্বর্ণকুমারী দেবীও অনেকসময় তাহার সুরে গান প্রস্তুত করিতেন। সাহিত্য এবং সঙ্গীত চর্চায় তাহীদের তেতালার মহলের আবহাওয়া তখন পূর্ণ হইয়া থাকিত। রবিবাবুর প্রথম গীতিনাট্য “কালমৃগয়া এবং পরবর্তী গীতিনাট্য “বাল্মীকি প্রতিভা"তেও উক্তরূপে রচিত মুরের অনেক গান দেওয়া হুইয়াছিল । একদিন জ্যোতিবাবুর ষ্টীমারে চন্দন নগর যাইতেছিলেন। পথে খুব ঝড় জল তুফান আরম্ভ হইয়া সমস্ত ষ্টীমারকে আন্দোলিত করিয়া তুলিয়াছিল। ইহাদের সেদিকে ক্ৰক্ষেপও ছিল না । জ্যোতিবাবু সুর রচনা করিতেছিলেন ও অক্ষয়বাবু তার সঙ্গে গান বাধিতেছিলেন। ই হার গান বাজনায় একবারে তন্ময় হইয়া ছিলেন। এই দিনকার রচিত গানগুলি হইতে শেষে “মানভঙ্গ" নামে একখানি গীতিনাট্য প্রস্তুত হইয়া গেল। "মানভঙ্গ” প্রথম জোড়াসাকো বাড়ীতে অভিনীত হয়, তার অনেক দিন পরে শেষে যখন "ভারতীয় সঙ্গীত সমাজ” স্থাপিত হয়, তখন জ্যোতিবাবু ७३ “मानछदक्र”ब्र श्राशांन बख गईछ। পরিবর্তিত ও পরিবৰ্দ্ধিত আকারে “পুনর্বসন্ত” নামে আর একখানি গীতিনাট্য প্রকাশ করেন। “পুনর্বসন্ত” সঙ্গীতসমাজে অনেকবার অভিনীত হইয়াছিল । লোকেরও এখানি খুব ভাল লাগিয়াছিল। এই সময়ে জোড়াসকোর বাড়ীতে জ্যোতিরিন্দ্রনাথের জীবনস্থতি لا وهم জ্যোতিবাবুরা প্রতি বৎসর ਾਂ ধ্ৰুনী” আন্ধান করিতেন। উদেগু— সাহিত্যসেবীদের মধ্যে যাহাতে পরম্পর আলাপ-পরিচয় ও সম্ভাব বৰ্দ্ধিত হয়। মহর্ষি যে চারিজন ছাত্রকে বেদ শিক্ষার জন্ত কাশীতে প্রেরণ করিয়াছিলেন, র্তাহাদেরই মধ্যে একজন শ্ৰীযুক্ত আনন্দচন্দ্র বেদান্তবাগীশ মহাশয়, এই সম্মিলনের নামকরণ করিয়াছিলেন—“বিদ্বজ্জনসমাগম।” এ ‘সমাগমে’ তখন বঙ্কিমচন্দ্র, অক্ষয়চজ সরকার, চন্দ্রনাথ বন্ধ, রাজকৃষ্ণ মুখোপাধ্যায়, কবি রাজকৃষ্ণ রায় প্রভৃতি লব্ধপ্রতিষ্ঠ সাহিত্যসেবীগণকে নিমন্ত্রণ করা হইত। এই উপলক্ষ্যে রচনা, কবিতাদি পঠিত হুইত, গীত বাঞ্চের আয়োজন থাকিত, নাট্যাভিনয় প্রদর্শিত হইত এবং শেষে সকলের একত্রে প্রতিভোজ হুইয়া শেষ श्ङ । কবি রাজকৃষ্ণ রায়ের সম্বন্ধে জ্যোতি বাবু এই মজার গল্পটি বলিলেন। “রাজকৃষ্ণ বাবু যখন ‘বিদ্বজ্জন সমাগমে’ अनि८छन, उ५न उिनि छैनौम्नमान् कवि। সবে মাত্র সাহিত্যক্ষেত্রে প্রবেশ করিয়াছেন। বহুদিন পূৰ্ব্বে একবার আমি, গুগুদাদা,আমার এক ভগ্নীপতি যদুনাথ মুখোপাধ্যায়, ও আমাদের একজন আত্মীয় কেদার, এই কয়জনে পূজার সময় পশ্চিম বেড়াইতে যাইতেছিলাম। মধ্যে একটা কি ষ্টেশনে রোগ ময়ল-কাপড়-পরণে, খালি-পা' একটি ছোকুর আসিয়া আমাদিগকে वणिल-ञांमि भांबांग्न वॉफ़ौ बाहेव, शं८ठ क्क्नुिहे भइन। नाहे, बनि अइअश् कब्रि