পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/৪৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

), eR গারিতেছে, শত শত নাগ সন্ন্যাসী ভষ্মভূষিত নগ্নদেহে প্রকাও প্রকাগু ধূনি জালাষ্টয়া গঞ্জি গধূমপানে নিরত। পথের নিম্নে একটি প্রশস্ত তৃণtছন্ন স্থানে কতকগুলি মাতাল একত্র হইয় অস্বাভাবিক বিকট চীৎকারে উল্লাস ব্যক্ত করি েছে. গণিকাও শুভাগমন হইয়াছে। এই গুলি পুণ্যস্থানের কণ্টক স্বরূপ । 發 তাম্বুতে আসিয়া দেখা গেল তখনও কিছু বেলা আছে। দুষ্ট খানি শকটে আরোহণ করিয়া আমরা মেলা দেখিতে অগ্রসর হইলাম। মেলা স্থল মন্দির দুইতে প্রায় দুই রশি দূরে পশ্চিম দিকে ধবলা নদীর অপর পারে । মন্দিরের নিকটে পথের দুই ধারে ছোট ছোট দোকান। তাঙ্কাতে কলার পেটে ছোট করিয়া কাটিয়া প্রত্যেক খানিতে একটি কলা কিছু আতপ তণ্ডুল দুই চারিটি পুষ্প, বিল্বপত্র আর এক খানি কবিয়া বাতাস সজ্জিত। ইহার মূল্য চারি প{সা। আর কতকগুলি ছোট কাচের শিশিতে একটু করিয়া ঘোলা জল, শোনা গেল উহ নাকি গঙ্গাজল, মূল্য প্রত্যেকটির দুই আনা । দোকানে ক্রেতার হুড়াহুড়ি এবং পয়সার ছড়াছড়ি । কারণ অধিকাংশ লোকেই পুষ্করিণীতে স্নান করিয়া ঐ সোপকরণ নৈবেদ্য একখানি এবং গঙ্গাজল এক শিশি সংগ্ৰহ করিয়া দেবাদিদেবের পুজা করিতে যাইতে:ছ। পশ্চাতের পুষ্করিণী দোকানদারকে গঙ্গাজল দিয়া যথেষ্ট সাহায্য কবিঠেছিল সন্দেহ নাই। নিকটেই তেলে ভাজা, ঘিয়ে ভাজা ধূলিধূসরিত, মক্ষিক কর্তৃক অৰ্দ্ধ ভক্ষিত ভারতী চৈত্র, ১৩২১ মিষ্টারের দোকান। এতদেশীয় বালক বালিকাগণ সেই সমস্ত মিষ্টান্ন ক্রয় করিয়া পরমানদে উপাদেয় বোধে ভক্ষুণ করতেছে। ইগব ফলে মেলার পর প্রায়ষ্ট প্রতিগ্রামে কলেবার প্রকোপ দৃষ্ট ইয়া থাকে। দের্কিান "গুলি অতিক্রম করিলে সারবনী ভিক্ষুকের দল, অন্ধ খঞ্জ কুষ্ঠি প্রভূতি, সম্মুখে ছিন্ন বস্ত্র পাতিয়া তার স্বরে চীৎকার কবিয়া ভিক্ষা মাগিতেছে দেখা যায়। তাহার মধ্যে দুই একটি দেবমুৰ্ত্তিও পূৰ্ব্বেক্তরূপে কাপড় পিছাইয়া বসিয়া আছেন। 緩 তদনন্তর নদীর নিকটবৰ্ত্তা বিস্তৃত তট ভূমিতে অসংখ্য গো ও মহিষ শকট। ভদ্র গৃহস্থ যাত্ৰীগণ প্রধানতঃ এইখানে আডড করিয়াছেন কাবণ এখানে নিৰ্ম্মল জল পাওয়া যায়, আর এই ধায়গাটি মেলা ও মন্দিবের মধ্যবৰ্ত্তী বলিয়া, আবশুকীয় দ্রব্যাদি সংগ্রহ করাও সুবিধা, আবার মন্দিৰ সন্নিকটে সন্ন্যাসী বৈষ্ণৰ ভিক্ষুক প্রভৃতিব যে, উৎপাত কোলাহল তাহা হইতেও অনেকটা নিষ্কৃতি পাওয়া যায়। কোন কোন লোক শকটের নিকট ২থান বঁtশ পুতিয়া তাহাব উপর শতরঞ্চ চাদর প্রভৃতি টাঙ্গাইয়। ছোট ছোট তাম্বুব আকারে আশ্রয় স্থান নিৰ্ম্মাণ করিয়াছে । গে। মহিষ গুলি শকটের যুপদণ্ডে আবদ্ধ হইয়া অৰ্দ্ধ মুদিত নেত্ৰে বিচালি চৰ্ব্বণে নিযুক্ত । নদীর অপর পারে প্রায় এক মাইল পথ যুড়িয়া বিপণিশ্রেণী। এক এক প্রকার দোকান একটি পথের উভয় পার্থে শ্রেণীবদ্ধ ভাবে চলিয়া গিয়াছে, তাহার , “কোনটির নাম সওদাগর পটি, (মনোহারীর