পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/৫০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

७v* बबै, ६ांनभं भ९षा ब्रफ़नां कब्रिग्न भए५ मtषा वकिभष्ठrcक শুনাইতেন । ডেপুটি ম্যাজিষ্ট্রেটপদে নিযুক্ত হইবার এক বৎসরের মধ্যে বঙ্কিমচন্ত্র বিপত্নক হইয়া পিতামাতার অনুরোধে দ্বিতীয়বাবু দার পরিগ্রহণে প্রবৃত্ত হইলেন। তখন র্তাজার বয়ঃক্রম একবিংশতি বৎসর। বঙ্কিমচন্দ্ৰ পঠদ্দশা হইতে লব্ধপ্রতিষ্ঠ। একে বি, এ, ডেপুটি মূ্যাজিষ্ট্রেট, তারপর দেখিতে স্বপুরুষ একুশ বছরের যুব, আবার তাহার পিতৃদেবের এ অঞ্চলে নামযশঃও ছিল, সুতরাং অনেক পাত্রী জুটিল । বঙ্কিমচন্দ্র এ সময়ে ছুটি লইয়া বাটী আসিলেন ; স্বহৃদপ্রধান দীনবন্ধুকে সঙ্গে লইয়া স্থানে স্থানে পাত্রী দেখিয়া , বেড়াইতে লাগিলেন, পরে . একটা পাত্রী মনোনীত করিয়া তাহাকেই বিবাহ করিলেন, ইনি অদ্যাপি জীবিভা আছেন । • যখন বঙ্কিমচন্দ্র নেগুয়া • মহকুমাতে ছিলেন, ( এক্ষণে উহাকে কঁথি " মহকুমা বলে ), তখন সেইখানে একজন সন্ন্যাসী কাপালিক র্তাহার পশ্চাৎ লইয়াছিল, মধ্যে মধ্যে নিশীথে তাহার সহিত সাক্ষাৎ কল্পিত । বঙ্কিমচন্দ্র তাহাকে নানাপ্রকার ভয় প্রদর্শন করিতেন, তবুও মধ্যে মধ্যে আসিত । যখন তিনি সমুদ্রতীরে চাদপুর বাঙ্গালায় বাস করিতেন, তখন এই সন্ন্যাসী প্রতিদিন গভীর রাত্রিকালে দেখা দিত। চাদপুরের কিছু দূরে সমুদ্র তীরে নিবিড় বনজঙ্গল ছিল । বঙ্কিমচন্ত্রের ধারণা হইয়াছিল যে ঐ সন্ন্যাসী সমুদ্রতীরে সেইবনে বাস করিও। কিছুদিন *८ब्र दक्मिकव बै शांन इहे८छ धूणन বঙ্কিমচন্দ্র ও দীনবন্ধু ১১২৫ मश्कूमाब (भूनन उषन cछण झ्णि ना) বদলি হন। ঐ সময়ে ৩৪ দিন বাটীতে অবস্থিতিকালে দীনবন্ধু আসিয়াছিলেন । বঙ্কিমচন্দ্র তাহাকে একটা প্রশ্ন করিলেন, यु५l |- - “যদি শিশুকাল হইতে ধোলবৎসর পৰ্য্যন্ত কোন স্ত্রীলোক সমুদ্র বীরে বনমধ্যে কাপালিক দ্বার। প্রতিপালিত হয়, কখনও কাপালিক ভিন্ন অন্ত কাহারও মুখ না দেখিতে পায় এবং সমাজের কিছুই জানিতে না পায় কেবল বনে বনে সমুদ্রতীরে বেড়ায়, পরে সেই স্ত্রীলোকটিকে যদি কেহ বিবাহ করিয়া সমাজে লইয়া আইসে, তবে সমাজসংসর্গে তাহার কতদূর পরিবর্তন হইতে পারে ও তাহার উপরে কাপালিকের প্রভাব কি একেবারে অন্তৰ্হিত হইবে ?: যখন বঙ্কিমচন্দ্র দীনবন্ধুকে এই প্রশ্ন করেন; দীনবন্ধু মিত্র তখন সেইস্থানে কেবল সঞ্জীবচন্দ্র ও আৰি উপস্থিত ছিলাম ! --