পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৮শ বর্ষ, সপ্তম সংখ্যা বিদ্ধপের ঝাল কি রকম উগ্র । সুতরাং সে আত্মরক্ষার জন্ত, ব্যগ্র হইয়া বলিল— ওহে ! একটা বিশেষ কাজ মনে পড়ে গেল, আমি চট করে ঘুরে আসছি। নবকিশোর বলিল—তবে এখন ঝগড়া ধাম চাপ থাক । অন্ত দিন মীমাংসা হবে। কিন্তু কাজটা কি জরুরি ? —উঃ বডড । —কিন্তু অভয় যদি দি যে তর্ক দ্বন্দ্ব এখন সন্ধিতে বন্ধ থাকবে, তা হলে ? —কেন, আমি কি তর্ককে ডরাই নাকি । আচ্ছা, আমি বা করে ফিরে আসছি । তারক ধা করিয়া ঘর হইতে বাহির श्ध्र! cशृंठ । ক্ষণেক পরে বিপিন আসিয়া নবকিশোরকে জিজ্ঞাসা করিল—তাড়ক গেল কোথায় ? নবকিশোর হাসিয়া বলিল—আমার নতুন শাস্ত্রবিধানের আভাস পেয়ে ভেগেছে । ফিরে আসবে বলে গেছে বটে, কিন্তু আজ আর সে ফিরছে না । বিপিন হাসিতে হাসিতে বলিল-চল আমরা বারান্দায় গিয়ে বসিগে । দুই বন্ধু রাস্তার ধারে বারান্দায় চেয়ার পাতিয়া মোটা মলিদার চাদর গায়ে জড়াইয়া বসিল। কলিকাতার ধোয় ও ধূলার চাদর গায়ে জড়াইয়া শীতকালের ভারি বাতাস আড়ষ্ট হইয়া আছে। ধূলিধূমের কুঞ্জটিকা ভেদ করিয়া পথপ্রান্তের গ্যাসের আলে৷ বীপসী হইয়া মিট মিট করিয়৷ জলিতেছিল –যেন দূর আকাশের অস্পষ্ট নীহারিকা। তাহার ধুসর আলোকে সমস্ত কলিকাতা স্রোতের ফুল । 畿 $ల. cरुमन cरुन उठांडूबब मठन cनथाहेरउtइ। মধ্যে মধ্যে বাড়ী কঁপাইয়া, সহিসের চীৎকারে গলি ভরিয়া, মাতালের চোখের মতন ঘোল আলো চমকাইয়া ঘোড়ার গাড়ী ছুটিয়া যাইতেছিল । দুই বন্ধু রাজপথের বিচিত্র জনপ্রবাহ দেখিতে দেখিতে গল্প করিতেছিল । নবকিশোর বিপিনকে জিজ্ঞাসা করিল—আচ্ছ বিপিন,তোমার চোঁদপুরুষে ত লেখা পড়া কেউ করেন নি। তুমি এই অনভ্যস্ত বিদ্যার-বোঝা নিয়ে কি করবে ? জমিদারীর জমাখরচের খাতার মধ্যেই কি এর হিসেব তোলা থাকবে ? বিপিন হাসিয়া বলিল—“ঘরের কোণে বুড়ে থাকুন। পয়সা কড়ি করুন জমা, • দেখুন বসে বিষয়পত্র করুন মামলা মোকদম৷ ” আর আমি নিশ্চিন্ত হয়ে কাব্য আলোচনা করব। কাব্য আলোচনার মুখ এমনি মিঠে যেন প্রেসলীর প্রথম চুম্বন—তেমনি এক অবুঝ আনন্দভরা, আধো গুপ্ত আধো ব্যক্ত ভাবের, কী চমৎকার! সে সুখ ছেড়ে জমাওয়াশীল বাকী, আর কোফ{ মোকররবি ? রামঃ ! নবকিশোর হাসিয়া বলিল-কবি, তোমার প্রেয়সীর প্রথম চুম্বন আর বেশি দিন কেবলমাত্র কল্পনার সামগ্রী হয়ে থাকছে না ; শীঘ্রই সে মুখের অভিজ্ঞতা লাভ হবে। তখন যেন সেই শরীরিণী কবিতা পুথিগত সরস্বতীকে বিদূরিত না করে। বিপিন হালিতে হাসিতে বুলিল-~ন ছে না, সে শুভদিন যদি আসে তবে তখনই