পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/১৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, দ্বিতীয় সংখ্যা । চয়ন—ধবদ্বীপে। ১৩১ ヨーエ | যবদ্বীপে—বুইতেনজর্গ। সোমবার, ৩রা ডিসেম্বর । বাতাবিয়া হইতে বুইতেনজর্গ পর্য্যস্ত এক ঘণ্টার রেল-পথ। বুইতেনজর্গ— ওলন্দাজ-ভারতের বড়লাটের বাসস্থান, বিশেষতঃ একটি বৈজ্ঞানিক উদ্ভিদ উদ্ধানের জন্ত ইহা বিখ্যাত। আজ সারা প্রাতঃকালট এই চমৎকার উদ্যানটিতে ভ্রমণ করিয়া বড়ই আনন্দলাভ করিলাম—ইহার যে একটা বিশ্বব্যাপী খ্যাতি আছে, বাস্তবিকই ইহা সেই খ্যাতির যোগ্যপাত্র । প্রথমতঃ ইহা বিজ্ঞানের একটি রত্নভাণ্ডার । এখানে ভিন্ন ভিন্ন জাতীয় দশসহস্ৰ উদ্ভিদ ও প্রত্যেক জাতীয় উদ্ভিদের দুইটি করিয়া নমুনা আছে। বৃক্ষ ও চারাগাছগুলি অনাবৃত স্থানে সংরক্ষিত ; ঢাকা কাচ গৃহের মধ্যে সুরক্ষিত চারাগাছগুলাকে যেরূপ সুচারু রূপে শ্রেণীবদ্ধ করা হইয়া থাকে, এই সকল গাছ গুলাকে ও সেইরূপ শ্রেণীবদ্ধ করা হইয়াছে। এক পরিবারের অন্তভূত উদ্ভিদদিগকে একই স্থানে পুঞ্জীভূত করা হয় ; প্রত্যেক চারাগাছের গায়ে উহার ক্রম-সংখ্যা লিখিত থাকে এবং একটা কাষ্ঠখণ্ডের উপর উহার নাম নির্দেশ করা হয় —উদ্যানের অন্ত একভাগে এই বৈজ্ঞানিক উদ্যানের সহিত একটি পরীক্ষা-উদ্যান ংযোজিত । {্যবহারোপযোগী প্রয়োজনীয় গাছের চারাগুলি fক নিয়মে পরিবন্ধিত ও পরিপুষ্ট হয় তাহ পরীক্ষা করিয়া দেখা, নুতন কোন চাষের ও সূতন কোন সারমাটির পরীক্ষা করা—ইহাই এই পরীক্ষণ-উদ্যানের কাজ। আবার ইহার ংলগ্ন কতকগুলি বৈজ্ঞানিক পরীক্ষাগার স্থাপিত হওয়ায় এই পরীক্ষা-উদানটি পূর্ণত। লাভ করিয়াছে। এই বৈজ্ঞানিক উদ্ভিদউদ্যানে দুইটি ব্যাপার একসঙ্গে অনুস্থত হয় ;–একদিকে নিঃস্বার্থ জ্ঞানের অনুশীলন, আর একদিকে, জাতীয় সমৃদ্ধি সাধন করিবার জন্ত, বৈজ্ঞানিক সিদ্ধান্তগুলি কৃষিকার্য্যে প্রয়োগ করা । কলাসৌন্দর্য্যের হিসাবেও এই উদ্যানটি অতীব মনোরম ৷ ইহার পরিবেষ্টনটি কবিত্বময় ; উহার প্রত্যেক দিকে, দুইটা বৃহৎ পৰ্ব্বতের দৃশ্য। উদ্যানের মধ্য দিয়া একটা নদী বহিয়া গিয়াছে ; আবার ক্ষুদ্র ক্ষুদ্র স্রোতস্বিনী চারিদিক হইতে ইহার সহিত মিলিত হইয়া উদ্যানটিকে বিখণ্ডিত করিয়াছে। খরতাপ ও নিত্য বৃষ্টির প্রভাবে এখানে উদ্ভিজ্জের অত্যন্ত প্রাচুর্য্য। বিশেষতঃ এখানকার লতাকুঞ্জ ও তালজাতীয় তরুপুঞ্জের সন্নিবেশে আমি বড়ই মুগ্ধ হইয়াfছ। লতাগুলি বড় বড় “ক্যানারী” গাছকে বেষ্টন করিয়া রহিয়াছে ;–আবার এই লতাগাছগুলাও পরগাছায় আচ্ছন্ন-সমস্ত মিলিয়া যেন উদ্ভিদের এক একটা বৃহৎ হরিৎ মন্দির নিৰ্ম্মিত হইয়াছে। বিভিন্ন জাতীয় বহুসংখ্যক তালগাছ । একটা সরু তরু-পথ বাকিয়া গিয়াছে— Brazil দেশের মস্বণ কাণ্ডবিশিষ্ট তলতরুর ছায়ায় ছায়াময় ;-তালপত্র সকল নীচের