S)e': দিয়া একেবারে জলন্ত অগ্নির প্রদেশে यो 8ग्न योग्न ! অগ্নিস্ফোটনের পর হইতে এই আগ্নেয়গিরির তাপ অনেকটা কমিয়া আসিয়াছে। আমরা এখন ঘোড়াদের বাধিয়া রাখিয়া, এই অপূৰ্ব্ব অগ্নিকাণ্ডের মধ্যে, পদব্রজে বেড়াইতে লাগিলাম। আমাদের পথ প্রদর্শক আগে আগে চলিয়াছে। পথ প্রদর্শক এখানকার পথ ও মাটি বেশ চিনে ;—যেখানে তাপ কম, যেখানে জুতা পুড়িয়া যায় না,—এইরূপ পথ দিয়া আমাদিগকে লইয়া গেল। ধুসরবর্ণ ভস্ম-ক্ষেত্ৰ ; হরিদ্রাবর্ণ গন্ধক-ক্ষেত্র ; ছোট ছোট কুণ্ডে জল ফুটিতেছে । রহস্যময় ভীষণ বিবরসমুহ হইতে, প্রচণ্ডবেগে পীতবর্ণ ধুমধারা নিঃস্থত হইতেছে ; দেখিলে মনে হয়, কে যেন ‘বয়লারের ছিদ্র-পথের ঢাকাটা খুলিয়া দিয়াছে। কি ভীষণ গর্জন ! উহার নিকটে গেলে কেহ কাহারও কথা শুনিতে পায় না । আকাশ ধূমাচ্ছন্ন। গন্ধকের এরূপ তীব্র গন্ধ, যে চোখ দিয়া জল পড়ে, ক্রমাগত কাসিতে হয় ; আমাদের ঘড়ীর রূপালী চেন একেবারে হলদে হইয় গেল । ভ্রমণ শেষ হইলে, আমরা তাড়াতাড়ি আহার করিয়া লইলাম। ওলন্দাজ যুবকদ্বয়, আমাদের নিকট সুমাত্রীর ভীষণ অরণ্যের বর্ণনা করিলেন, ঐ দেশের প্রভূত প্রশংসা করিলেন ; বলিলেন-যদদ্বীপ অপেক্ষা সুমাত্র। আরও আদিম-ধরণের এবং আরও সুদৃপ্ত। আমি তাছাদের নিকট ভারতের কথ। বলিলাম, নবজিলণ্ডের কথা বলিলাম। তারপর আমরা আবার ঘোড়ায় চড়িলাম । বোধহয় আরোহণ অপেক্ষ অবরোহণের সময়ে, এখানকার এই ভারতী । শ্রাবণ, ১৩১৭ চমৎকার আরণ্য-দৃশু, চিত্তকে আরও মুগ্ধ করে ; অবরোহণের সময়েই তরুগণের উচ্চত, তৃণরাশির প্রাচুর্য, তরুলতার শোভন নমনীয়ত ষেন আরও বেশী হৃদয়ঙ্গম করা যায় । গ্রামে গিয়া আবার আমাদের “কাহার" ( গাড়ী ) পাইলাম । এখন অত্যন্ত গরম হইতে আরম্ভ হইয়াছে, এখন ঘোড়া ছুটাইল্পী যা ওয়া বড়ই ক্লাস্তিজনক । গ্যারোয়েটে আসিয়া অtহার করিলাম। ভ্রমণে শ্রাস্ত ক্লান্ত হইয়া অপরাহ্লের কাকনিদ্র বেশ উপভোগ করা গেল । বাহিরে ঝড় উঠিয়াছে—কৃষ্ণ মেঘ-সমাচ্ছন্ন আকাশ হইতে মুষলধারে বৃষ্টি পড়িতেছে। বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর । গ্যারোয়েট হইতে ছড়িবার পূৰ্ব্বে আজ 2ttē, gtatag oo! fqi, Sitae Bagendit পৰ্য্যন্ত গাড়ি করিয়া বেড়াইয়া আসিলাম । ইহা ধীবরদিগের একটী ক্ষুদ্র গ্রাম । আমি একটা ডোঙ্গায় উঠিলাম,—ডোঙ্গাট গাছের গুড়ি খুদয় নিৰ্ম্মিত ; আমি ডোঙ্গার একপ্রান্তে বসিলাম, মাঝি ডোঙ্গার অপর প্রান্তে বসিল। একটা অত্যস্ত ক্ষুদ্র দাড় দিয়া মাঝি একহাতে দাড় বাহিতে লাগিল । ডেঙ্গtটী প্রশান্ত জলরাশি ভেদ করিয়া ধীরে ধীরে চলিতে লাগিল। কমুদিনীর বৃহৎ পত্র সমুছে হ্রদের জল আচ্ছন্ন। এই সুন্দর জলজগাছগুলি ডেtঙ্গtয় ঠেকিয়, তাহার ঘর্ষণে একটি মধুর শব্দ নিঃস্থত হইতে লাগিল ; তাহার পর, হ্রদের সবুজ জল, আর চমৎকার নিস্তব্ধতা ; আমরা একটি ক্ষুদ্র দ্বীপে গিয়া উঠিলাম । সেখানে একটী পাহাড় আছে, সেই পাছাড়ের
পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/৩২১
অবয়ব