পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/৩৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

HI:8 “খিচুড়া উকিল” “কস্তাদায়" প্রভৃতি কবিতা গুলিতে উজ্জ্বল হাস্তরস হীরকখণ্ডের দ্যায় দেদীপ্যমান। - আমরা সৰ্ব্বাপেক্ষ হাসিয়াছি রজনীবাবুর “ঔদরিকে”র কথায় ! বেচারা ভাবিতেছিল, ‘পানতোয় যদি কুমড়ার মত হত, ছানাবড়া তালের মত আর তরমুজ রসগোল্লা হত, তাহ হইলে ক্ষেতে কুঁড়ে বেঁধে পাতারা দিতাম, “লারারাত তামাক থেভtম আর পাহারা দিতাম, খেকশিয়াল আর চোর তাড়াতাম, পাহারা দিতাম।—আরো বলিতেছে, যেমন সরোবর মাঝে কমলের বনে শত শত পদ্মপাত, তেমনি ক্ষীর সরসীতে শত শত লুচি যদি রেখে দিত ধতি—” এবং “যদি বিলিতি কুমড়ো হত লেডিকেনি পটেলের মত পুলি, অfর পায়েসের গঙ্গা বয়ে যেত, পান কৰ্ত্তাম দুহাতে তুলি ।” কিন্তু ইহাতেও বেচারার স্বস্তি নাই—তঃকার প্রধান ভাবন,— “সকলিত হবে বিজ্ঞানের বলে, নাহি অসম্ভব কৰ্ম্ম, শুধু এই খেদ, কান্ত, আগে সরে যাবে ( আর ) হবে না মানব জন্ম । ( আর খেতে পাবে না, কান্ত আর থেতে পাবে না ; • ০ শেয়াল কি কুকুর হবে আর থেতে পাবে না ; আর সবাই থাবে গে, তাকিয়ে দেখবে খেতে পাবে না ! ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইবে খেতে পাবে না ; সবাই তাড়। হুড়ো করে খেদিয়ে দেবে গো খেতে পাবে ন! ) মুরলয়ে এই গানে হস্তীরদ চরম উথলিয়া ತೆ: ! डांब्रडॅी । ר לשיל ,"eta কবির নুতন ক্ষুদ্র কাব্যগ্রন্থ “অমৃত" সম্প্রতি প্রকাশিত হইয়াছে । পুস্তকখানি সার্থকনাম । ইহার কবিতাগুলি প্রকৃতই অমৃত্তের ন্যায় মধুর উপাদেয় । নিদারুণ রোগশয্যায় শায়িত হইয়া এগুলি রচনা করিয়াছেন—তাই বুঝি সংসারনির্লিপ্ত নিৰ্ব্বিকার কবিত্ব-মহিমায় ইহা এমন সমুজ্জল । গ্রন্থখানি শিশুদিগের জন্ত লিথিত । কিন্তু কেবল বালকগণ কেন—আমরা অকুষ্ঠিত - চিত্তে বলিন্তে পারি,—আবালবৃদ্ধ বনতা সকলেই এই অমৃত পানে পরিতৃপ্ত হইবেন । প্রাচ্যভাবই “অমৃতে"র বিশেষত্ব। দৃষ্টান্তস্বরূপ একটি কবিতা নিম্নে উদ্ধত করিলাম । দাম্ভিকের পরাজয় । গিরি কছে, “সিন্ধু তব বিশাল শরীর, আমার চরণে কেন, লুটাইছ শিল্প ? এ অভয় পদে যদি লয়েছ শরণ কি প্রার্থনা, কহ আমি করিব পুর্ণ। সাগর হাসিয়া কছে—“আমি রত্নাকর আমার অভাব কিছু নাহি গিরিবর ; তব পিতৃপিতামহ ডুবেছে এ নীরে— সেই বাৰ্ত্ত দিতে আমি আসি ঘুরে ফিরে ! প্রকৃত পক্ষে একটি কবিতা তুলিয়া তৃপ্তি হয় না ; ইহার প্রত্যেক কবিতা— এক একটি ক্ষুদ্র হীরক খণ্ড ; কোনটি রাখিয়া কোনটি গ্রহণ করিব—তাহ যেন বুঝিয়া উঠা যায় না ; এইরূপ ৪০টি কবিতা মণিকাহারে গ্ৰন্থখানি গ্রথিত । অtশা করি বঙ্গবাসীর ঘরে ঘরে ইহা সমাদরে রক্ষিত হইবে । সংক্ষেপত আমরা অসঙ্কোচে বলিতে পারি কাব্যের মধ্যে ভক্তি করুণ ও হাস্তরলের এমন অপূৰ্ব্ব সংমিশ্রণ বাঙ্গালা সাহিত্যে বিরল ! আমরা কবির নূতন কাব্যগ্রন্থ “আনন্দময়ী” পাঠের জন্য উদ্‌গ্ৰীব হইয়৷ রহিলাম। - ------------------ ------------- ۔ ۔ --سمر ،سمب ۔ ممہر، ۔. --سی-سا BBBBS BB BBBBB BBS BtB BB BBBBB DD DD BBB BBS BB BBttBBB DDD - শ্ৰীসতীশচন্দ্র মুখোপাধ্যায় দ্বারা প্রকাশিত ।