বিষয়বস্তুতে চলুন

পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/৩৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভগৱতী ৩৪শ বর্ষ ] ভাদ্র, ১৩১৭ [ ৫ম সংখ্য পরিসমাপ্তি । ওগো আমার এই জীবনের পরিপূর্ণতা মরণ, আমার মরণ, তুমি ক ও আমারে কথা । সারা জনম তোমার লাগি প্রতিদিন যে আছি জাগি, তোমার তরে বহে বেড়াই দুঃখ সুখের ব্যথা ; মরণ, আমার মরণ, তুমি কও আমারে কথা । যা পেয়েছি, যা হয়েছি, যা কিছু মোর আশা ন জেনে ধtয় তোমার পীনে সকল ভালবাসা । মিলন হবে আমার সাথে, একটি শুভ দৃষ্টিপাতে জীবনবধূ হবে তোমার নিত্য অমুগত, মরণ, আমার মরণ, তুমি কও আমারে কথা ! বরণমালা গাথা আছে অামার চিত্ত মাঝে, কবে নীরব হাস্তমুখে আসবে বরের সাজে ! সেদিন আমার রবেন। ঘর, কেইবা আপন, কেইবা অপর, বিজন রাতে পতির সাথে মিলবে পতিব্ৰতা । মরণ, আমার মরণ, তুমি কও আমীরে কথা । শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর