৩৪শ বর্ষ, প্রথম সংখ্যা । করিতে পারেন নাই । তাহার মৃত্যুর অব্যবহিত পরেই টলেমী মিশরের অধিপতি হইয়া অনেক অর্থব্যয়ে আলেকজান্দ্রিয়ায় একটি আলোকগৃহ নিৰ্ম্মাণ করন। তদীয় পুত্র মুয়েজের মধ্য দিয়া খাল কাটিবার প্রয়াসে ব্যর্থ মনোরথ হইয়া লোহিতসাগরের পশ্চিম কূলে বেরিনিস নামক একটি নগর প্রতিষ্ঠা করেন। ভারতবর্ষ হইতে কপটসে ও তথা হইতে এই নগরীতে দ্রব্যাদি আনিয়া পরে নীলনদী ও অন্ত একটি খালদ্বারা উহ! আলেকজান্দ্রিয়ায় নীত হইত। * যতদিন মিসর স্বাধীন ছিল ততদিন এই পথেই ভারতবর্ষের মূল্যবান দ্রব্যাদি তথায় পৌছিত। বেরিনিস হইতে ইউরোপীয় ও আফ্রিকাজাত দ্রব্য আরব ও পারস্ত উপসাগরের কুলে এবং সে স্থান হইতে সিন্ধুতীরে পৌছিত। কেবল সিন্ধুতীরেই এই কাৰ্য্য সীমাবদ্ধ থাকিত না ; সম্ভবতঃ সমুদ্রতীরবর্তী সকল বন্দরেই তাহারা যাতায়াত করিত । এই লাভজনক ব্যবসায় একচেটিয়া রাখিবার জন্ত মিসরের রাজা অনেক জাহাজ প্রস্তুত রাখিতেন এবং রণতরীর সাহায্যে জলদসু্য দমন করিয়া বাণিজ্যের পথ প্রশস্ত করিয়া দিতেন। রোমকগণকর্তৃক মিসর জয় হইলেও এই পথেই বাণিজ্য চলিত। আমরা পূৰ্ব্বেই হিপালাসের নামোল্লেখ করিয়াছি । প্লিনির Natural History witt's otwal (a food অনেক বৃত্তান্ত জানিতে পারি। প্লিনি প্রাচীন ভারতের বাণিজ্য । 는 লিখিয়াছেন যে ইউরোপীয় পণ্যদ্রব্য নীলনদ এবং একটী ক্ষুদ্র খাল দিয়া কপটসে লইয়া যাওয়া হইত। আলেকজান্দ্রিয়া হইতে কপটল ৩০৩ মাইল। তথা হইতে স্থলপথে লোহিতসাগরের উপকূলস্থ বেরিনিস ২৫৮ মাইল। জাহাজ গ্রীষ্মকালের মধ্যভাগে বেরিনিস হইতে ছাড়িয়া বাবেলমণ্ডব প্রণালীর নিকট কয়েকদিন বিশ্রাম করিয়া পরে মালাবার উপকুলস্থ মসিরিস বন্দরে যাত্রা করিত। বন্দরে পৌছিতে মোট ৯৪ দিন লাগিত । ইহার মধ্যে কপটস পর্য্যস্ত আসিতে দ্বাদশ দিবস, বেরিনিস পৌছিতেও তদ্রুপ, লোহিতসাগর আসিতে ত্রিশদিন এবং ভারতমহাসাগরে পৌছিতে ৪০ দিন লাগিত। প্লিনি পাঠে আমরা ইহাও অবগত হই যে, যে সমস্ত বণিকগণ বঙ্গোপসাগরে, বা মালক্কায় বাণিজ্য করিতে যাইত,তাহারা গোদাবরীনদীর কোন বনার হইতে যাত্রা করিত। যে সকল জাহাজ এই কাৰ্য্যে ব্যাপৃত থাকিত তাহ আকারে বৃহৎ ছিল । গ্রীস ও আরবদেশীয় বণিকগণ èztvo colandrophonta tqzR fèfatv; ( coilan-di-pota ) Haifftoltz atą দিয়াছিল। নাবিকগণ গোদাবরী দিয়া কলিঙ্গ অন্তরীপ পরে সেস্থান হইতে দস্তুগুল হইয়। ত্রিবেণী দিয়া পাটনা পৌছিতেন। পেরিপ্লাস পাঠে জানা যায় যে, সে সময়ে মসলিন এবং নানাপ্রকার ছিটের কাপড়, রেশমী স্থত্র, বস্ত্র, নীল এবং অন্তান্ত প্রকার
- “Ptolemy thought it necessary to found a city on the western shore of the
Red Sea, from whence the ships were to sail. He accordingly built one almost on the frontiers of Ethiopia and he gave it the name of his mother Berenice. The treasures of Arabia, India, Persia, and Ethiopia were landed and from thence they were carried on camels to Coptus where they were again shipped and brought down the Nile to Alexandia which transmitted them to all the west in exchange for merchandise afterwards exported to the east” Ancient History of Egypt.