পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/৪৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*総勢や • একজন মহিলার নাম কমলা,--তিনি ত{হার কাস্তের একখানি ক্ষুদ্র ছবির পার্থে একটি দপ্তর আঁকিয়া সেই ছবি ব্রোচের মধ্যে পরিয়া আলিয়াছিলেন,—অর্থাৎ কমলাকাস্তের || একজন ভারতের ম্যাপ অঁাকিয় তাহার গার্থে দীর্ঘ ঈ বসাইয়াছিলেন—অর্থাৎ ভারতী । মাধবের একখানি চিত্রের পাশ্বে একটি মালতী ফুল পরিয়া একজন সাজিয়াছিলেন মালতী মাধব । একজন মাত্র একটি সরু A অক্ষর আঁকিয়া সেই কাগজ বস্ত্রে পিনবিদ্ধ করিয়া *ifistfaceta, In no sensc A broad-selfs Inocence abroad—. আমরা পুৰ্ব্ব পৃষ্ঠায় একখানি বহির সাঙ্কেতিক চিত্র দিলাম। পাঠক বলুন —এখানি কি বই ? প্রশ্নোত্তর খেলা অন্তরূপ । কোন জীব জন্তু মনুষ্য বা অন্ত কোন পদার্থের নাম লেখা একখানি কাগজ প্রত্যেকের পিঠে—পিন করিয়া দেওয়া হয় । কাগজে কি লেখা আছে অন্তের দেখিতে পায় ;– কাগজধারী ত নিজে তাহা দেখিতে পান না ; তিনি অন্তকে প্রশ্ন করিয়া তবে সেষ্ট লেখাটি কি তাহ। বাহির করিয়! লন । যেমন একজনের পিঠে লেখা হইল-মিশ্যে বেসেণ্ট । কাগজধারী জিজ্ঞাসা করিলেন “কোন ও জীল ?” উত্তর হইল। "হ্যা” । “স্ত্রীলোক ?”—“হঁ৷ ”—“মৃত ?” “না।” "জীবিত ?” “হঁ্য ।” “এ দেশের লোক ?” “ন৷ ”-—“ইংরাজরমণী ?” “হ্য।”—“এদেশে ভারতী। আশ্বিন, ১৩১৭ থাকেন ?” “হ্য।” —“দেখিয়াছি ?” “জানি ন৷ ” “থাতনামা ?” “হ্য।”—“কলিকাতায় থাকেন ?” “না।” “পশ্চিমে” ? “হঁ্য ।” “কাশীতে ?” “হ্যা।” “কাশীতে কলেজ করেছেন ?” “হঁ্য ।” এইরূপ নানা প্রশ্নের পর মিশেষ বেসেণ্টের নাম আসিয়া পড়িল । ছন্দমিলের খেলায় এরূপ অনুমান নাই। একজন একছত্র ছন্দ মিলাইয়া দ্বিতীয় ব্যক্তিকে শেষ কথাটি মাত্র দেখান ; দ্বিতীয় ব্যক্তি সেই ছন্দে আর একটী ছত্র মিলাইয়া তৃতীয় ব্যক্তিকে তাহার মিল করিতে বলেন । এইরূপে—অনেক গুলি ছত্র হইলে পড়িতে বেশ মজার লাগে ৷ যথা— ১। আকাশ মেখেতে ভর অন্ধকার দিক্ । ২ । না জানে কহিতে কথা নামটি রসিক । ৩। কে তুমি দাড়ায়ে পথে কি নাম পথিক । ৪ । নয়নে ঝরিছে জল হাসে ফিক ফিক । মুখে মুখে উপন্যাস রচনা সৰ্ব্বাপেক্ষা বুদ্ধিস্ফৰ্ত্তিজনক খেলা। একটি গল্পের এক পরিচ্ছেদ একজন রচনা করিয়া বলিয়া গেলেন,—আর একজন অমনি পরের পরিচ্ছেদ বলিতে আরম্ভ করিলেন । এইরূপে দুইচারিজনে মিলিয়৷ গল্পট শেষ করিয়া ফেলিলেন । হেঁয়ালি নাট্য ভিনয়ে—কোন একটি বা দুইটি কথা অভিনয়ের মধ্যে বার বার কৌশলে উল্লেখ করিতে হয়। ওtহা হইতে দর্শকগণ কথাটি বাহির করেন । এ খেলাটী বড় কৌতুকজনক । পুরাতন ভারতীতে বহু হেঁয়ালি নাট্য প্রকাশিত হইয়াছে, আমরা দৃষ্টান্ত স্বরূপ আর একটি হেঁয়ালি নাট্য রচনা করিয়া দিলাম ।