পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/৫৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, ষষ্ঠ সংখ্যা । নীচে জুয়ানিটোর ঘোড়া আছে,–ছুটিয়া शां७ ।* বিস্মিত যুবক তাহার দিকে ক্ষণকাল হতবুদ্ধি হইয়া চাহিয়া রহিল। ক্লেরা তাহাকে ঠেলিয়া দিল, তখন আত্মরক্ষার জন্য একটা স্বাভাবিক আকাঙ্ক্ষাবশে, সে ক্লেরার প্রদর্শিত পথে চুটিয়া চলিল। যে পথে মেঘ ছাড়া মানুষ কখনো চলে নাই, ভিক্টর ধেই দুৰ্গম পাহাড়ের পথে লাফাইয়া পড়িল ; সে গুনিল, ক্লেরা তাহার ভাইদিগের নিকট চীৎকার করিয়া তাহাকে অনুসরণ করিবার জন্ত বলিয়া দিতেছে, আততায়ীরা তাহার দিকে অগ্রসর হইতেছে, কত গোলাগুলি কানের পাশ দিয়া ছুটিয়া চলিয়াছে। কিন্তু সে নিৰ্ব্বিঘ্নে নীচে পেছিল, দেখিল, ঘোড়া বাধা আছে ; নিমেষের মধ্যে তার পিঠে চড়িয়া বসিয়া সে বিদ্যুদ্বেগে সেখান হইতে অদৃপ্ত হইয়া গেল । দুই এক ঘণ্টার মধ্যেই জেনারেল গতিয়ের নিকট গিয়া উপস্থিত হইল। গতিয়ে তখন অমুচরবর্গসহ ডিনারে বসিয়াছেন । তাহার মুখ ফ্যাকাশে এবং বিকৃত श्हेब्रां शिग्राप्छ। मैंड़िाईबाई cन गभख বিপদের বার্তা বিবৃত করিল। সকলে নিৰ্ব্বাক বিস্ময়ের সহিত শুনিল । কিছুক্ষণ পরে কঠোরহৃদয় গতিয়ে বলিলেন, “তোমাকে দোষীর চেয়ে বেশী দুর্ভাগ্য বলিয়াই মনে হয়; স্পেনবাসীদের এই বিপ্লবের छछ त्रदश छूभि लांब्री न७ ; श्रांभि cडांमां८क ক্ষমা করিলাম, তবে মার্শেল অন্ত বিচার না করিলে ভালো।” ८व5ांङ्ग डिझेब्र इंशं८ङ त्रब्रहे नाखून झछन-छौदन-म७ ।। পাইল, সে বলিল, “কিন্তু যখন সম্রাট শুনিবেন ?” “তোমাকে বধ করিতে চাহিবেন । ষা হোক, সে বিষয়ে আর কথা নয়—তবে এমন একটা প্রতিশোধ লইতে হইবে যে সমস্ত দেশ জুড়িয়া একটা আতঙ্ক জাগিয়া উঠে, দেখিব হতভাগার কেমন সব অসভোর মত যুদ্ধ করে ।” এক ঘণ্টার মধ্যে অশ্বারোহী ও পদাতিকে মিলিয়া বিপুল সৈন্তবাহিনী অস্ত্রে শস্ত্রে সজ্জিত হইয়া অভিযানে বাহির হইল। গতিয়ে ও ভিক্টর সকলের আগে চলিলেন। সৈন্তের সহযাত্ৰীগণের এই নিদারুণ নিধন বার্তা শুনিয়া উত্তেজিত হইয়া উঠিয়াছিল। আশ্চৰ্য্য দ্রুততার সহিত সকলে আসিয়া মেওয়ে পৌছিল। জেনারেল দেখিলেন পথে সমস্ত গ্রাম বিদ্রোহী হইয়া উঠিয়াছে ; একে একে সবগুলিকে ঘেরাও করিয়া তিনি অসংখ্য গ্রামবাসীর হত্যাসাধন করিলেন। কোন দুজ্ঞেয় কারণে ইংরাজ জাহাজগুলি আর অগ্রসর হয় নাই। শেষে জানা গেল যে এইগুলি তাহদের সঙ্গীর দলকে পাছে ফেলিয়া কেবল অস্ত্ৰ শস্ত্র নিয়া চলিয়া আসিয়াছে। কাজেই ইংরাজীগমনোৎফুল্প মেণ্ডাসহর হঠাৎ যখন সে সম্বন্ধে নিরাশ হইয়া গেল, তখন বিনা যুদ্ধে ফরাসীদের হাতে আত্মসমর্পণ করা ছাড়া অষ্ঠ কোন উপায় রছিল না। প্রাসাদের সামান্ত ভূত্যটি হইতে মার্কয়েস অবধি সকলে বন্দীভাবে তাহার হাতে বিচারের অপেক্ষা করিতে স্বীকৃত হইলে, জেনারেল অত্যাচার হইতে অবশিষ্ট সকলকে রক্ষা করিবেন বলিয়া আশ্বাস দিলেন ।